ক্রিকেটে কখনো কেউ শুরুতেই আলো কাড়েন, আবার কেউ লম্বা সময় ধরে চেষ্টা করেও নিজেকে মেলে ধরতে পারেন না। এ কারণেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পরিশ্রমই একজন ক্রিকেটারের সত্যিকারের সাফল্যের চাবিকাঠি। ঠিক সেই কথাই স্মরণ করিয়ে দিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। এবার সতর্ক করলেন আইপিএলের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে।
১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএলে অভিষেক করে রেকর্ড গড়েছেন বৈভব। ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের পর দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াইয়ে জিতে ১ কোটি ১০ লাখ রুপিতে তাকে দলে নেয় রাজস্থান রয়্যালস। যদিও শুরুতে একাদশে সুযোগ মেলেনি তবে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেন প্রথম ম্যাচেই। অভিষেকের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়ে দেন তিনি। খেলেন ২০ বলে ৩৪ রানের একটি ঝড়ো ইনিংস।
তবে এখানেই থেমে না যাওয়ার পরামর্শ দিয়েছেন শেবাগ। তিনি বলেন, ‘ বৈভবের লক্ষ্য থাকা উচিত ২০ বছর ধরে আইপিএলে খেলার। কোহলির দিকে তাকান, সে ১৯ বছর বয়সে খেলা শুরু করেছিল। সে ১৮ আসরের সবগুলোতে খেলেছে। এটাই তার অনুসরণ করার চেষ্টা করা উচিত। কিন্তু যদি সে এই আইপিএল নিয়ে খুশি থাকে এবং ভাবে যে এখন সে কোটিপতি, তার দুর্দান্ত অভিষেক হয়েছে, প্রথম বলেই সে ছক্কা মেরেছে, তাহলে হয়ত পরের বছর আমরা তাকে দেখতে পাব না।’
ইউএ / টিডিএস