পাকিস্তানি ক্রিকেটারের আইপিএলে ফিক্সিংয়ের অভিযোগ

স্পোর্টস ডেস্ক

আবারো ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর চলতি আসরে। তবে এবার ভারতীয় কোনো ক্রিকেটার নয়, এই অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জুনায়েদ খান। তার দাবি, আইপিএলের ম্যাচগুলোতে ফিক্সিং চলছে। এই দাবির বিপরীতে, জুনায়েদ একটি ম্যাচের ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি এমন অস্বাভাবিক কিছু ঘটতে দেখেন।

জুনায়েদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যা মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচের। সেখানে দেখা যাচ্ছে, দীপক চাহারের একটি লেগ স্টাম্পের বল ফ্লিক করতে গিয়েছিলেন ঈশান কিশান। বল তার গ্লাভসের খুব কাছ দিয়ে গড়িয়ে উইকেটরক্ষক রায়ান রিকেলটনের হাতে চলে যায়। কিন্তু, বোলার বা উইকেটরক্ষক কেউই বিশেষভাবে আউটের আবেদন করেননি। তবে ঈশান কিশান সেই বলটি কভার করার পর, সাজঘরের দিকে হাঁটা দেন। এই আচরণে অবাক হয়ে যান খোদ আম্পায়ারও।

আম্পায়ার কিছু সময় দ্বিধায় ছিলেন, আঙুল তুলবেন কিনা। শেষ পর্যন্ত তিনি আঙুল তুলেন, কিন্তু তার অবস্থান ছিল স্পষ্ট নয়। এই দৃশ্য দেখে মুম্বাই শিবির উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করে, এবং হার্দিক পাণ্ডিয়া ঈশানকে মাথায় চাপড় দেন। তবে পরে রিপ্লে দেখে জানা যায়, ঈশান কিশানের ব্যাট বা গ্লাভস কোথাও বল লাগেনি।

এভাবে আউট না হয়েও মাঠ ছাড়ার ঘটনায় প্রশ্ন তুলেছেন জুনায়েদ। তিনি ভিডিও পোস্ট করে লেখেন, “কিছু তো গন্ডগোল আছে।” উল্লেখ্য, এবারের আইপিএলে এর আগে রাজস্থান ক্রিকেট সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানিও ফিক্সিংয়ের অভিযোগ তুলেছিলেন।

You may also like