ঘানার প্রিমিয়ার লিগের ক্লাব আসান্তে কটোকো থেকে এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিতে যোগ দেন স্যামুয়েল বোয়েটেং। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৭ ধাপ এগিয়ে থাকা ঘানার প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে আসা এই ফরোয়ার্ড দেশের মাঠে দেখাচ্ছেন গোলের ঝলক।
শনিবার মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে একাই প্রতিপক্ষের জালে গোলের বন্যা বইয়ে দেন তিনি। নবাগত ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে বোয়েটেং করেছেন ডাবল হ্যাটট্রিক। তার ৬ গোলেই রহমতগঞ্জ জিতেছে ৬-১ ব্যবধানে।
২৭ বছর বয়সী এই ঘানাইয়ান ফুটবলার নতুন পরিবেশে মানিয়ে নিতে প্রথমে কিছুটা সময় নিলেও এখন পুরোদমে জ্বলে উঠেছেন। প্রথম তিন ম্যাচে গোলের দেখা পাননি তিনি। তবে চতুর্থ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জোড়া গোল করে খাতা খুলেন। এরপর ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষেও করেন জোড়া গোল। আর ষষ্ঠ ম্যাচে এসে করলেন অবিশ্বাস্য ডাবল হ্যাটট্রিক। চলতি লিগে এরই মধ্যে উপহার দিয়েছেন দুটি হ্যাটট্রিক।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের এটি ষোলোতম আসর। প্রথম আসরে নাইজেরিয়ান নোয়ান চাওয়া পল রহমতগঞ্জের বিপক্ষে ৭-১ গোলের ম্যাচে ডাবল হ্যাটট্রিক করেছিলেন। সেই স্মৃতি ভুলতে বসা দর্শকরা দেড় যুগ পর আবার প্রিমিয়ার লিগে দেখল ডাবল হ্যাটট্রিকের কীর্তি।