দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর দুই ম্যাচের টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।

বুধবার (২৩ এপ্রিল) রাতে সেই লক্ষ্যে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই দলে সবচেয়ে বড় চমক এনামুল হক বিজয়। প্রায় তিন বছর পর আবারও টেস্ট দলে ফিরেছেন এই ডানহাতি ব্যাটার। সাম্প্রতিক সময়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত ফর্মে ছিলেন বিজয়, যা তাকে নির্বাচকদের ভাবনায় ফেরায়।

এছাড়া প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। এখনো আন্তর্জাতিক টেস্টে অভিষেক হয়নি তার তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছেন।

নাহিদ রানা পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ অংশ নিতে দেশ ছাড়বেন সেটি আগেই জানা ছিল। তাই তার জায়গায় দলে তানভীরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে প্রথম টেস্টে স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি ওপেনার জাকির হাসানের। দ্বিতীয় টেস্টে তার জায়গায় দলে জায়গা পেয়েছেন বিজয়।

দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

ইউএ / টিডিএস

You may also like