সিলেটে রেকর্ড গড়েই বাংলাদেশকে হারিয়ে দিল জিম্বাবুয়ে। ১৭৪ রানের লক্ষ্য তাড়া করে ৩ উইকেটে জয় পায় সফরকারীরা। এটি ছিল তাদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়—এর আগে ১৬২ রানের বেশি তাড়া করে কখনোই জিততে পারেনি তারা। সেই সঙ্গে ৭ বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্টে জয়ের স্বাদ পেল রোডেশিয়ানরা আর ৪ বছর পর লাল বলের ক্রিকেটে নিজেদের প্রথম জয়।
টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে জিম্বাবুয়ে তোলে ২৭৩ রান ফলে ৮২ রানে পিছিয়ে পড়ে শান্তর দল। দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াই করলেও ২৫৫ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।
জয়ের জন্য ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় জিম্বাবুয়ে। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন। বিশেষ করে বেনেট খেলেন ওয়ানডে মেজাজে। তিনি ৮১ বলে ৫৪ রানের কার্যকর ইনিংস খেলেন। অন্যপ্রান্তে কারানও ৪৪ রান করে ভালো সঙ্গ দেন। ৯৫ রানের উদ্বোধনী জুটি ভাঙে কারানের বিদায়ে।
এরপর মিরাজ ও তাইজুল মিলে টেনে আনেন বাংলাদেশকে ম্যাচে। মিরাজের ঘূর্ণিতে দ্রুতই সাজঘরে ফেরেন ওয়েলচ, উইলিয়ামস, বেনেট ও মাসাকাদজা। দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নিয়ে ম্যাচে ১০ উইকেট তুলে নেন মিরাজ। এ ম্যাচেই তিনি ছুঁয়ে ফেলেন টেস্টে ২০০ উইকেটের মাইলফলক।
মিরাজের বোলিংয়েই ম্যাচে ফিরে এসেছিল বাংলাদেশ। কিন্তু শেষপর্যায়ে এনগারাভা ও ওয়েসলি মাদেভারে মিলে গড়েন অবিচ্ছিন্ন ১৩ রানের জুটি। তাতেই ৩ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে। সিরিজে তারা এখন ১-০তে এগিয়ে।
ইউএ / টিডিএস