ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগে হায়দরাবাদ স্টেডিয়ামের একটি স্ট্যান্ড থেকে তার নাম সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য ক্রিকেট সংস্থার ন্যায়পাল বিচারপতি ভি. ঐশ্বরিয়া। এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আজহারউদ্দিন। জানিয়েছেন উচ্চ আদালতে যাওয়ার কথাও।
ভারতীয় সংবাদসংস্থা ‘প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া’-কে দেওয়া প্রতিক্রিয়ায় আজহারউদ্দিন বলেন, ‘এটি আমার জন্য খুব দুঃখের দিন। আমি আশা করি এবং প্রার্থনা করি, বিশ্বের কিংবা ভারতের আর কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমনটা ঘটনা না ঘটে।’ হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) এই সিদ্ধান্ত নিয়ে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি, ‘আদালতের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।’
আজহারউদ্দিন উল্লেখ করেন, অতীতেও তার বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে তিনি আদালতে গিয়েছিলেন যেখানে তিনি ন্যায়বিচার পেয়েছিলেন। তিনি ভারতের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং ভারতীয় জনগণ ও তার ভক্তদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে যে তারা হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে যোগ্য জবাব দেবে। তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে তার জবাব শুধু তার ভক্ত এবং আদালতই দিতে পারবে।
ইউএ / টিডিএস