অনেকদিন ধরেই ব্যাট হাতে রানের দেখা পাচ্ছিলেন না সৌম্য সরকার।
জাতীয় দলেও সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে পারেননি। কিন্তু পুরনো সেই কথার মতোই—যেদিন সৌম্য ফর্মে থাকেন সেদিন আর কাউকে ব্যাট ধরার প্রয়োজন পড়ে না।
বুধবার (২৩ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তেমনই এক ইনিংস উপহার দিলেন এই বাঁহাতি ব্যাটার। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বোলারদের বিপক্ষে খেলেছেন ১১২ বলে ঝকঝকে ১৫৩ রানের অপরাজিত ইনিংস।
বিকেএসপির চার নম্বর মাঠে সুপার লিগের এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম। তাদের ৮১ রানের জুটি ভাঙার পর সাইফও দ্রুত ফেরেন। কিন্তু থামেননি সৌম্য সরকার। মেহেদি মারুফ ও পরে আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে চালিয়ে যান রানের গতি।
সৌম্য অর্ধশতক পূর্ণ করেন ৫৮ বলে। এরপর আরও আগ্রাসী হয়ে ওঠেন। পরের ৩৪ বলে তুলে নেন সেঞ্চুরি আর পরের মাত্র ২০ বলেই যোগ করেন আরও ৫৩ রান। তার ঝড়ো ইনিংসের কল্যাণেই নির্ধারিত ৫০ ওভারে রূপগঞ্জের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৩৩৩ রান। অপর প্রান্তে আফিফ হোসেন অপরাজিত থাকেন ৪৫ বলে ৪৯ রানে।
ইউএ / টিডিএস