১১
দুবাইয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ব্রিজ বিশ্বকাপের বাছাই পর্বে জর্ডানকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ দল।
এই দলের গুরুত্বপূর্ণ দুই সদস্য হলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের উপ-মহাব্যবস্থাপক জাহিদ হোসেন এবং বনানী কর্পোরেট শাখা, ঢাকার উপ-মহাব্যবস্থাপক এ এইচ এম কামরুজ্জামান সোহাগ।
আগামী আগস্টে ডেনমার্কে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষ থেকে সকল কর্মকর্তা ও কর্মচারীদের তরফে বাংলাদেশ দলকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
ইউএ / টিডিএস