চতুর্থ দিনেও খেলা শুরুতে বৃষ্টি বিলম্ব

স্পোর্টস ডেস্ক

সিলেট টেস্টের তৃতীয় দিনের মতো চতুর্থ দিনেও মূল চরিত্র হয়ে উঠেছে বৃষ্টি।

আগের দিন ওভার কমে যাওয়ায় আজ খেলা শুরু করার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছিল তবে সেটাও বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। গত রাতের ভারী বর্ষণের প্রভাব এখনও মাঠে রয়ে গেছে যার ফলে নির্ধারিত সময়েও খেলা শুরু করা যাচ্ছে না—এ তথ্য আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

তবে খেলার সম্ভাব্য পরিস্থিতি পর্যবেক্ষণে সকাল ১০টায় ফের মাঠ পরিদর্শন করবেন দুই অনফিল্ড আম্পায়ার। যদিও গতকাল সীমিত খেলার মধ্যেও দাপট দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটা নিজেদের দিকে টেনে এনেছিল শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। চতুর্থ দিনে কিছুটা এগিয়ে থেকেই শান্ত ও জাকের আলীর ব্যাটিংয়ে নামার কথা ছিল। তবে আপাতত সেই অপেক্ষাটা বাড়ছে বৃষ্টির কারণে।

বাংলাদেশ আজ চতুর্থ দিনে ব্যাট করতে নামবে ১১২ রানের লিড নিয়ে। ক্রিজে আছেন দুই ব্যাটার—নাজমুল হোসেন শান্ত এবং জাকের আলী অনিক। শান্ত আগের দিনই তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ অর্ধশতক অন্যদিকে জাকের ৬০ বলে ২১ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান।

প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল মাত্র ১৯১ রানে। একমাত্র মুমিনুল হকের ৫৬ রান ছাড়া উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্স ছিল না। এরপর জিম্বাবুয়ে ব্যাট হাতে ভালো জবাব দেয়। ব্রায়ান বেনেট ও শন উইলিয়ামসের দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি শেষদিকে এনগারাভার ২৮ ও মুজারাবানির ১৭ রানে তারা গড়ে তোলে ৮২ রানের লিড।

দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের—মাত্র ১৩ রানেই ফেরেন সাদমান ইসলাম। তবে জয় ও মুমিনুলের ৪৪ রানের জুটি কিছুটা স্থিতি এনে দেয় ইনিংসে। এরপর শান্তর ধীরস্থির ব্যাটিং ও অর্ধশতক দলের অবস্থানকে করে আরও শক্ত। এই ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশের চালকের আসনে থাকার সম্ভাবনাই বেশি।

ইউএ / টিডিএস

You may also like