ক্লাব ও আন্তর্জাতিক অঙ্গনে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন লামিন ইয়ামাল।
২০২৫ লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডে স্প্যানিশ তরুণটি জিতেছেন বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের সম্মাননা। একই আসরে বর্ষসেরা ক্লাব নির্বাচিত হয়েছে রিয়াল মাদ্রিদ।
সোমবার (২১ এপ্রিল) রাতে মাদ্রিদে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। মাত্র ১৭ বছর বয়সী ইয়ামাল পেছনে ফেলেছেন অ্যাথলেটিকস তারকা জুলিয়েন আলফ্রেড ও লেসলি টেবোগো, সাঁতারু সামার ম্যাকিনটশ এবং বাস্কেটবল সেনসেশন ভিক্টর ওয়েম্বানিয়ামাকে।
তবে পুরস্কার নিতে উপস্থিত থাকতে পারেননি ইয়ামাল। লা লিগায় মায়োর্কার বিপক্ষে ম্যাচ থাকায় অনুশীলনেই ব্যস্ত ছিলেন বার্সেলোনা ফরোয়ার্ড। গত বছর জাতীয় দলের হয়ে ইউরো জয় এবং বার্সার হয়ে ৪৬ ম্যাচে ১৪ গোল ও ২১ অ্যাসিস্ট তাকে এনে দিয়েছে এই স্বীকৃতি।
বর্ষসেরা ক্লাবের পুরস্কার জিতে নিয়েছে ইয়ামালের ক্লাব প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। ২০২৪ সালে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড শিরোপা জয়ের পাশাপাশি তারা জিতেছে উয়েফা সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপও।
লরিয়াস পুরস্কারের অন্য বিভাগগুলোতেও ছিল তারকাদের জয়জয়কার। বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ হয়েছেন সুইডেনের পোল ভল্টার মন্ডো ডুপ্ল্যান্টিস, আর নারীদের মধ্যে সেরা হয়েছেন মার্কিন জিমন্যাস্ট সিমোনা বাইলস। স্পোর্টিং আইকনের সম্মাননা পেয়েছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল এবং আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন মার্কিন সার্ফার কেলি স্ল্যাটার।
ইউএ / টিডিএস