পোপের প্রয়াণে সিরি’আর ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক

পোপের মৃত্যুতে শোক প্রকাশ করে সিরি আ’র সব ম্যাচ স্থগিত করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২১ এপ্রিল) ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। ৮৮ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। টানা ১২ বছর পোপ হিসেবে দায়িত্ব পালনের পর মৃত্যুবরণ করলেন এই ধর্মগুরু।

সিরি আ’তে মাঠে গড়ানোর কথা ছিল চারটি ম্যাচ। ম্যাচগুলো হলো—তোরিনো বনাম উদিনেস, ক্যাগলিয়ারি বনাম ফিওরেন্টিনা, জেনোয়া বনাম লাৎজিও এবং পারমা বনাম জুভেন্টাস।

সিরি’আর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “সন্ত মহোদয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে লিগা নাজিওনালে প্রোফেসোনিস্তি সিরি’আ নিশ্চিত করেছে যে সিরি’আ এবং প্রিমাভেরা ১ লিগের সব ম্যাচ স্থগিত করা হয়েছে।” বিবৃতিতে আরও বলা হয়েছে, স্থগিত হওয়া ম্যাচগুলোর নতুন তারিখ পরে জানানো হবে।

পোপ ফ্রান্সিস ছিলেন একনিষ্ঠ ফুটবল অনুরাগী। বিশ্বজুড়ে শান্তি ছড়িয়ে দিতে ফুটবলকে ‘একটি গুরুত্বপূর্ণ মাধ্যম’ হিসেবে দেখতেন তিনি। তার আমলে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি থেকে শুরু করে সুইডিশ তারকা জলাতান ইব্রাহিমোভিচ এবং ইতালির গ্লানীয় গোলরক্ষক জিয়ানলুইজি বুফন পর্যন্ত অনেক তারকা ফুটবলারকে তিনি স্বাগত জানিয়েছেন ভ্যাটিকান সিটিতে।

প্রসঙ্গত, ২০১৩ সালে পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের ২৬৬তম পোপ হিসেবে নির্বাচিত হন। তিনি ছিলেন পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি। উল্লেখযোগ্যভাবে, গত ১০০০ বছরে তিনিই প্রথম ব্যক্তি যিনি ইউরোপের বাইরের কোনো দেশ থেকে এসে ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হন।

ইউএ / টিডিএস

You may also like