প্রথম ইনিংসে ৮২ রানের লিড নিল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান প্রথম টেস্টে বাংলাদেশকে পেছনে ফেলেছে জিম্বাবুয়ে। সফরকারীরা প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৭৩ রান তুলেছে ফলে ৮২ রানের লিড পেয়েছে তারা। এর আগে, বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৯১ রানে।

রবিবার (২০ এপ্রিল) শেষ বিকালে বাংলাদেশের বোলাররা একাধিক প্রচেষ্টা চালালেও কোনো উইকেট তুলতে পারেননি। সোমবার দিনের শুরুতেই সেই অপেক্ষার অবসান ঘটান নাহিদ রানা। শর্ট লেগে বেন কারানকে ক্যাচে পরিণত করে ৬৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। ৫৫ বলে ১৮ রান করেন কারান।

ওপেনার ব্রায়ান বেনেট ফিফটি করে ফিরেছেন ৫৭ রানে। তাকেও ফেরান নাহিদ। এরপর তিনে নামা নিক ওয়েলচকে দ্রুত বিদায় করেন হাসান মাহমুদ। চতুর্থ উইকেটে শন উইলিয়ামস ও অধিনায়ক ক্রেইগ এরভিন কিছুটা প্রতিরোধ গড়লেও থিতু হওয়া এরভিনকে ফিরিয়ে দেন নাহিদ—৮ রান করে বিদায় নেন জিম্বাবুয়ে অধিনায়ক।

লাঞ্চের পর উইলিয়ামস তুলে নেন নিজের ফিফটি। তার সঙ্গে মাধেভেরে যোগ দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি। খালেদের এক ডেলিভারিতে ব্যাটের কানায় লেগে স্টাম্পে আঘাত লাগে—৩৩ বলে করেন ২৪ রান।

এরপর নিয়াশা মায়াভোর চার মেরে জিম্বাবুয়ে নিশ্চিত করে লিড। তবে লিড পাওয়ার পর উইলিয়ামস চেষ্টা করেছিলেন রানের গতি বাড়ানোর। ছক্কা হাঁকাতে গিয়ে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৫৯ রানে (১০৮ বল, ২ ছয়, ৬ চার)।

চা-বিরতির আগে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২১৩। বিরতির পর খুব একটা সুবিধা করতে পারেনি সফরকারীরা। মায়াভো ৩৫, মাসাকাদজা ১১ রান করে ফেরেন মেহেদী হাসান মিরাজের বলে।

নবম উইকেটে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দেন এনগারাভা ও মুজারাবানি। তবে মুজারাবানিকে স্টাম্পিং করে ফেরান মিরাজ। এরপর নিয়াউচিকে (৭) আউট করে নিজের টেস্ট ক্যারিয়ারের ১২তম ফাইফার তুলে নেন এই স্পিনার।

২০.২ ওভারে ৫২ রানে ৫ উইকেট নেন মিরাজ। তিনটি উইকেট তুলে নেন তরুণ পেসার নাহিদ রানা। একটি করে উইকেট পান হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৯১ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান আসে মুমিনুল হকের ব্যাট থেকে। নাজমুল হোসেন শান্ত করেন ৪০ রান।

ইউএ / টিডিএস

You may also like