জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টে ফিল্ডিংয়ে নতুন রেকর্ড গড়লেন মমিনুল হক।
সোমবার (২১ এপ্রিল) ৩৩ বছর বয়সী এই ব্যাটার শর্ট লেগে দুর্দান্ত ক্যাচ ধরে নিজের নাম লেখান এই কীর্তিতে। টেস্টে বাংলাদেশের ফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ ক্যাচ ধরার কৃতিত্ব এখন তার দখলে।
নাহিদ রানার বলে শর্ট লেগে বেন কারেনের ক্যাচটি ধরার মাধ্যমে মমিনুলের ক্যাচ সংখ্যা দাঁড়ায় ৪১-এ। এতদিন ৪০ ক্যাচ নিয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।
এই ক্যাচ ধরার মাধ্যমে শুধু ব্যক্তিগত রেকর্ডই নয়, বাংলাদেশের উইকেটের অপেক্ষারও অবসান ঘটান মমিনুল। কারণ, আগের দিন রবিবার শেষ বিকেলে বেশ চেষ্টা করেও জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙতে পারেননি নাহিদ রানা ও খালেদ আহমেদ।
অবশেষে সোমবার দিনের শুরুতেই ৬৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদ রানা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও, প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয়ে বাংলাদেশকে ৮২ রানের লিড দেয় জিম্বাবুয়ে।
এর আগে প্রথম ইনিংসে মাত্র ১৯১ রান তুলতে পেরেছিল বাংলাদেশ দল।
ইউএ / টিডিএস