সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ছিল বাংলাদেশের অনুকূলে। প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু দ্বিতীয় সেশনে দৃঢ়তা দেখান শন উইলিয়ামস ও মাধেভেরে। তাদের ৭৯ বলে ৪৮ রানের পঞ্চম উইকেট জুটি জিম্বাবুয়ের ইনিংসে আনে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা।
যদিও শেষ পর্যন্ত সেই জুটি ভেঙে যায় তবে তার আগেই সফরকারীরা বাংলাদেশের প্রথম ইনিংসের ১৯১ রানের স্কোর ছাড়িয়ে গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেটে ১৯৩ রান, লিড দাঁড়িয়েছে ২ রানে।
লিডের পর রান তোলার গতি বাড়াতে গিয়ে উইলিয়ামস আউট হন বড় শট খেলতে গিয়ে। মেহেদী হাসান মিরাজের বলে লং অফ দিয়ে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন তিনি, কিন্তু ঠিকঠাক ব্যাটে লাগেনি। লাফিয়ে উঠে চমৎকার ক্যাচ নেন মাহমুদুল হাসান জয়।
উইলিয়ামস সাজঘরে ফেরার আগে খেলেছেন ১০৮ বল, ৬ চার ও ২ ছক্কায় করেছেন মূল্যবান ৫৯ রান। এর আগে মাধেভেরে ফিরেছেন খালেদ আহমেদের বলে ইনসাইড এজড হয়ে, ৩৩ বলে করেছেন ২৪ রান। মূলত গতকালের দুই ওপেনার বেনেট ও কারেনের উদ্বোধনী জুটি এবং আজ উইলিয়ামস-মাধেভেরের ব্যাটিংই লিড এনে দিয়েছে সফরকারীদের।
এখন জিম্বাবুয়ের শেষদিকের ব্যাটাররা চাইবেন লিডটা যতটা সম্ভব বাড়িয়ে নিতে। অন্যদিকে, বাংলাদেশের লক্ষ্য থাকবে দ্রুত ইনিংস গুটিয়ে দিয়ে ম্যাচে ফেরার। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদ রানা এখন পর্যন্ত ১৪ ওভারে ২ মেডেনসহ ৫২ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
ইউএ / টিডিএস