সিরিজ শুরুর আগেই আলোচনায় উঠে এসেছিলেন নাহিদ রানা। বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নে জিম্বাবুয়ে অধিনায়ক বলেছিলেন, নাহিদের চেয়ে বেশি গতির বোলিং মেশিনেই অনুশীলন করে তাদের ব্যাটাররা। জবাবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, “ক্রিজে নামলেই বোঝা যাবে নাহিদের গতির আসল রূপ।”
সেই কথার লড়াইয়ে এবার মাঠে জবাব দিলেন নাহিদ রানা। আগের দিন ৬৭ রানে দিন শেষ করা জিম্বাবুয়েকে আজ সকালে চেপে ধরেন এই উদীয়মান পেসার। ইনিংসের শুরুতেই ফিরিয়ে দেন দুই ওপেনার বেন কারেন এবং ফিফটি করা ব্রায়ান বেনেটকে।
দিনের তৃতীয় ওভারে বেন কারেনকে ফিরিয়ে শুরুটা করেন নাহিদ। তার বাউন্সারে শর্ট লেগে সহজ ক্যাচ দেন কারেন। এরপর বেনেটকে স্কয়ার কাটে প্রলুব্ধ করে ব্যাটের কানায় বল লাগিয়ে জাকের আলীর হাতে ক্যাচ বানিয়ে ফেরান এই ডানহাতি পেসার।
তৃতীয় উইকেটের জন্য দায়িত্ব নেন আরেক পেসার হাসান মাহমুদ। দারুণ এক ইনসুইং ডেলিভারিতে ওয়ানডাউনে নামা নিক ওয়েলচকে বোল্ড করে দেন তিনিও।
ইউএ / টিডিএস