আসরের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে রুদ্ধশ্বাস এক ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছে বাংলাদেশ হকি দল।
রবিবার (২০ এপ্রিল) জাকার্তায় এএইচএফ কাপ হকির গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তে ফজলে রাব্বীর নাটকীয় গোলই নিশ্চিত করেছে এই কাঙ্ক্ষিত জয়।
ম্যাচের প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। তবে দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণাত্মক কৌশলে খেলতে শুরু করে বাংলাদেশ। ২৫তম মিনিটে রাকিবুলের পাস থেকে ফ্লিকে গোল করেন ওবায়দুল ইসলাম জয়। এরপর পেনাল্টি কর্নার থেকে ড্রাগ ফ্লিকে ব্যবধান দ্বিগুণ করেন সোহানুর রহমান সবুজ।
তবে হাল ছাড়েনি স্বাগতিক ইন্দোনেশিয়া। প্রথমে আলফান্দি এবং পরে আকমল খায়েরউল্লাহর গোলে ম্যাচে সমতায় ফেরে তারা। এরপর ম্যাচে উত্তেজনা বাড়তে থাকে। একাধিক আক্রমণ হলেও দুই দলই পারছিল না ব্যবধান গড়তে। অবশেষে শেষ কোয়ার্টারের একেবারে শেষ মুহূর্তে, খেলা শেষ হতে যখন মাত্র ২০ সেকেন্ড বাকি তখন সুযোগ কাজে লাগান ফজলে রাব্বী। তার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে মামুনুর রশীদের দল।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পুল ‘বি’-এর শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। আগের ম্যাচে তারা ৫-১ গোলে হারিয়েছিল কাজাখস্তানকে। ম্যাচের ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন প্রথম গোলদাতা ওবায়দুল ইসলাম জয়। দুর্দান্ত ফর্মে আছেন তিনি এই টুর্নামেন্টে।
পরবর্তী ম্যাচে ২২ এপ্রিল থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৩ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। সেমিফাইনালে জায়গা করে নিতে হলে শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে হবে, আর তাতেই নিশ্চিত হবে এশিয়া কাপ হকির টিকিট।
ইউএ / টিডিএস