প্রথম ইনিংসে ২০০ ছুঁতে পারল না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

সিলেট টেস্টের প্রথম সেশন ছিল অনেকটাই শান্ত। তবে দ্বিতীয় সেশনেই বড় ধস নামে টাইগার ব্যাটিংয়ে। ১২৩ রানে ৩ উইকেট থাকা অবস্থায় হঠাৎই মাত্র ২৩ রানের ব্যবধানে হারিয়ে ফেলে আরও ৪ উইকেট। ১৪৬ রানে পড়ে ৭ উইকেট। এরপর খুব বেশি সামাল দিতে পারেনি বাকি ব্যাটাররাও।

৫০ ওভার শেষে ৭ উইকেটে ১৫৪ রান নিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেশনে মাত্র ৭০ রান তুলতে গিয়ে হারায় ৫টি মূল্যবান উইকেট। শেষ পর্যন্ত ৬১ ওভারে ১৯১ রানে অলআউট হয় স্বাগতিকরা। শেষ উইকেট হিসেবে জাকের আলী অনিক করেন ২৮ রান, হাসান মাহমুদ অপরাজিত থাকেন ১৯ রানে।

রবিবার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম ভালো সূচনা এনে দিলেও সেট হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। বল ব্যাটে আসছিল দু’একটা বাউন্ডারিও এসেছিল কিন্তু টিকে থাকতে পারেননি বেশি সময়।

দলীয় ৩১ রানে ভিক্টর নিয়াউচির দুর্দান্ত ডেলিভারিতে গালিতে ব্রায়ান বেনেটের হাতে ধরা পড়েন সাদমান। করেন ২৩ বলে ১২ রান। পরের ওভারেই একই বোলারের শিকার হন জয়। ব্যাটের বাইরের প্রান্তে লাগা বল উইকেটরক্ষক নিয়াশা মায়াভোর হাতে জমা পড়লে তিনি ফিরে যান ১৪ রানে।

তৃতীয় উইকেটে মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত গড়েন ৬৬ রানের জুটি। বেশ আশা জাগিয়েও শান্ত ফিরে যান ৬৯ বলে ৪০ রান করে ব্লেসিং মুজারাবানির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন মাধভেরেকে।

এরপর দ্রুতই ফিরেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ওয়েলিংটন মাসাকাদজার বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র ৪ রানে। মুমিনুল চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। ১০৫ বলে ৫৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তিনিও মাসাকাদজার শিকার হন।

পরবর্তীতে মেহেদী হাসান মিরাজ (১) ও তাইজুল ইসলাম (৩) দ্রুত বিদায় নিলে ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। শেষ দিকে কিছুটা লড়াই করেছেন জাকের ও হাসান মাহমুদ। তবে ইনিংস বাঁচানোর মতো ছিল না সে চেষ্টা। ১৯১ রানেই থামে টাইগারদের প্রথম ইনিংস।

ইউএ / টিডিএস

You may also like