আইসিসির স্বীকৃতি পেলেন বাংলাদেশের দুই তারকা

স্পোর্টস ডেস্ক

নারী বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শীর্ষ দুইয়ে থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল। এই সাফল্যের ধারাবাহিকতায় টুর্নামেন্ট সেরা একাদশে জায়গা পেয়েছেন দলের দুই তারকা ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার।

এছাড়া বল হাতে নজরকাড়া পারফরম্যান্সের জন্য রাবেয়া খানকেও দ্বাদশ ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে আইসিসি।

রোববার নারী বিশ্বকাপ বাছাই পর্বের সেরা একাদশ ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতে সর্বোচ্চ চারজন জায়গা পেয়েছেন পাকিস্তান দল থেকে। ওয়েস্ট ইন্ডিজ থেকে রয়েছেন তিনজন এবং স্কটল্যান্ড থেকে দুজন ক্রিকেটার।

You may also like