সম্প্রচার জটিলতা কাটিয়ে শেষমেশ ফিরেছে বাংলাদেশ দলের খেলা। দীর্ঘদিন পর আবারও বিটিভিতে দেখা যাচ্ছে জাতীয় দলের ম্যাচ। তবে মাঠে গড়ালেও গ্যালারিতে দেখা মেলেনি সেই চেনা উন্মাদনার। বিসিবি মাত্র ৫০ টাকার টিকিট মূল্য নির্ধারণ করেও দর্শক টানতে পারেনি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
খেলা শুরু হওয়ার পর থেকেই গ্যালারিতে দর্শক ছিল হাতে গোনা। লাঞ্চের পর সংখ্যাটা কিছুটা বাড়লেও দেড় থেকে দুইশ’র বেশি হয়নি। যদিও অনেকেই আশাবাদী—বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শক সংখ্যা বাড়তে পারে।
দর্শক অনুপস্থিতির পেছনে কিছুটা দায় রয়েছে সময়েরও। প্রথম দিনের খেলা হওয়ায় হয়তো আগ্রহ কম। পাশাপাশি দেশের ক্রিকেটে একের পর এক বড় তারকার অবসরও মাঠমুখী আগ্রহ কমিয়ে দিয়েছে ভক্তদের মধ্যে। মাঠে ক্রিকেট ফিরলেও গ্যালারিতে এখনও ফিরেনি সেই চেনা প্রাণ।
দর্শকশূন্য গ্যালারিতে ম্যাড়ম্যাড়ে শুরুই করেছে বাংলাদেশ। টেস্টের প্রথম দিনে দলীয় শতরানের আগেই সাজঘরে ফিরেছেন টপঅর্ডারের তিন ব্যাটার। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিরেছেন চল্লিশের ঘরে পৌঁছে।
ইউএ / টিডিএস