টি–টোয়েন্টির পর বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে আরও সংক্ষিপ্ত ফরম্যাট টি–টেন ক্রিকেট। সেই ধারাবাহিকতায় এবার ১০ ওভারের ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করতে যাচ্ছে কানাডা, যার নাম ‘কানাডা সুপার সিক্সটি’।
পুরুষ ও নারী মিলিয়ে ইতোমধ্যে এই টুর্নামেন্টে নাম নিবন্ধন করেছেন বিশ্বের ৩৪ দেশের ১,৩০০-এর বেশি ক্রিকেটার। এদের মধ্যেই আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার—মেহেদী হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিম।
ভারতীয় ক্রীড়ামাধ্যম ক্রিকবাজ জানায়, সাবেক ভারতীয় তারকা যুবরাজ সিংয়ের নেতৃত্বে টুর্নামেন্টটি আয়োজনের অনুমোদন মিলেছে। অংশ নিতে নিবন্ধন করেছেন ১,১৩৫ জন পুরুষ ও ২৩৫ জন নারী ক্রিকেটার।
৮ দলের এই লিগের জন্য নিবন্ধিত উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে রয়েছেন—ফিন অ্যালেন, সিকান্দার রাজা, নাসিম শাহ, অ্যালেক্স হেলস, জেসন রয়, টিম সাউদি, জিমি নিশাম, ক্রিস লিন, রাইলি রুশো, জেসন হোল্ডার, আন্দ্রে ফ্লেচার, ডেভিড মালান, মার্টিন গাপটিল প্রমুখ।
নারী ক্রিকেটারদের তালিকাতেও আছেন অনেক পরিচিত মুখ—ম্যাডি গ্রিন, লিয়া তাহুহু, লোরেন উইনফিল্ড-হিল, শবনম ইসমাইল, দিয়েন্দ্রা ডটিন, ফাতিমা সানা খানসহ অনেকে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম আসরের ড্রাফট খুব শিগগিরই প্রকাশ করা হবে। নারী ও পুরুষ উভয় বিভাগের খেলাগুলো শুরু হবে আগামী জুলাইয়ে।
টুর্নামেন্টটির সহকারী পরিচালক ও স্কটিশ কিংবদন্তি কাইল কোয়েটজার বলেন,”বিশ্বসেরা ক্রিকেটারদের এমন অংশগ্রহণে আমরা রোমাঞ্চিত। এই লিগ কেবল বিনোদন নয়, কানাডার ক্রিকেটের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”