নারী বিশ্বকাপে ভারত যাবে না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

চুক্তি থেকে সরে আসছে না পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আইসিসির মধ্যে যে চুক্তি হয়েছিল সেটাই কার্যকর থাকছে।

শনিবার (১৯ এপ্রিল) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নকভি এ কথা জানিয়েছেন। এ দিন নকভি বলেন, “ঠিক যে ভাবে পাকিস্তানে এসে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেনি ভারত এবং তাদের নিরপেক্ষ মাঠে খেলার অনুমতি দেওয়া হয়েছে। ঠিক সে ভাবে পাকিস্তানও ভারতে না গিয়ে নিরপেক্ষ মাঠে খেলবে। একটা চুক্তি যখন হয়েছে, সেটাকে মেনে চলতেই হবে।”

পিসিবি প্রধান জানিয়েছেন, নিরপেক্ষ মাঠের ব্যাপারে তাদের কোনও পছন্দ নেই। ভারত এবং আইসিসি মিলে আলোচনা করে যেখানে ঠিক করবে সেখানেই খেলবেন।

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। আসরটি শুরু হবে ২৯ সেপ্টেম্বর এবং শেষ হবে ২৬ অক্টোবর। শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দুর্দান্ত পারফরম্যান্স করে নারী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে পাকিস্তান নারী দল—আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড এবং বাংলাদেশকে হারিয়ে। মূল পর্বে ইতোমধ্যেই জায়গা নিশ্চিত করেছে ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

নারী দলের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করে মোহসিন নকভি জানান, দলের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পিসিবি একটি বিশেষ পুরস্কার ঘোষণা করবে।

তিনি আরও বলেন, “দলটি নিজেদের মাঠের সুবিধা নিয়ে কীভাবে একত্রিত হয়ে ভালো খেলতে হয়, তা দেখিয়েছে। আমি খুব খুশি যে আমাদের নারীদের ক্রিকেট এখন উন্নতির পথে।”

ইউএ / টিডিএস

You may also like