চেনা প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে নতুন শুরুর আশায় মাঠে নামছে বাংলাদেশ। ঘরের মাঠে গত বছরের হতাশাজনক পারফরম্যান্স ভুলে এই সিরিজ দিয়েই ঘুরে দাঁড়াতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শান্ত।
বাংলাদেশ একাদশে রাখা হয়েছে তিন পেসারকে। নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদ এবং হাসান মাহমুদের গতি আক্রমণের সঙ্গে স্পিনে আছেন মেহেদী হাসান মিরাজ ও বাঁহাতি তাইজুল ইসলাম। উইকেটের পেছনে দায়িত্বে থাকছেন জাকের আলি। ওপেনিংয়ে জায়গা পেয়েছেন মাহমুদুল হাসান জয়, বাদ পড়েছেন জাকির হাসান।
বাংলাদেশের একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।
জিম্বাবুয়ের একাদশ:
ক্রেইগ আরভিন (অধিনায়ক), শন উইলিয়ামস, ব্রায়ান বেনেট, বেন কারান, নিকোলাস ওয়েলচ, ওয়েসলি মাধভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর এনাউচি।
পরিসংখ্যান বলছে জিম্বাবুয়ের বিপক্ষে বরাবরই দাপট দেখিয়ে এসেছে বাংলাদেশ। সবশেষ আট টেস্টে সাতটিতেই জয় টাইগারদের। তবে একটি ব্যতিক্রমও আছে—২০১৮ সালে সিলেটেই নিজেদের অভিষেক টেস্টে স্বাগতিকদের ১৫১ রানে হারিয়েছিল জিম্বাবুয়ে।
তবে সাম্প্রতিক ফর্মে পিছিয়ে আছে সফরকারীরা। গত চার বছরে কোনো টেস্টে জয়ের দেখা পায়নি তারা। এমনকি আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মতো তুলনামূলক নবীন দলের বিপক্ষেও হেরেছে।
এদিকে ম্যাচ শুরুর আগে বৃষ্টির শঙ্কা থাকলেও প্রথম দিনের সকালটা রৌদ্রোজ্জ্বল থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে যা স্বাগতিকদের জন্য বাড়তি স্বস্তির।
ইউএ / টিডিএস