জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে কয়েকদিন আগেই সিলেটে পৌঁছেছে সফরকারী দল।
রবিবার (২০ এপ্রিল) প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর আগের দিন শনিবার সিলেটে সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জানিয়েছেন, দল ভালো প্রস্তুতি নিয়েছে এবং তিনি ম্যাচে একটি ভালো উইকেটের প্রত্যাশা করছেন।
শান্ত জানিয়েছেন, ‘আমার মনে হয় প্রস্তুতি খুব ভালো হয়েছে। ফ্যাসিলিটিজ অনুযায়ী উইকেটগুলো বেটার ছিল, আমার মনে হয়। মোটামুটি আমরা যেরকম উইকেটে অনুশীলন করতে চেয়েছি যে ধরনের ফ্যাসিলিটিজ গুলো আমরা পেয়েছি। যারা মাঠের দায়িত্বে আছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আমি আশা করব ম্যাচেও এ ধরনের উইকেট আমরা পাব। প্রস্তুুতি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো প্রস্তুতি নিতে পেরেছে।’
তবে একাদশ নিয়ে স্পষ্ট কিছু না জানালেও শান্ত জানিয়েছেন, টসের পরই ঠিক করবেন চূড়ান্ত একাদশ। তবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশ দল তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামতে পারে। ব্যাটিং লাইনআপে থাকবে ছয়জন বিশেষজ্ঞ ব্যাটার।
যেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।
ইউএ / টিডিএস