দুইশো পার করে টেবিল টপার দিল্লি

by Sports Desk

এক দল শীর্ষে, আরেক দল তালিকার তিন নম্বরে। আইপিএলের এই শীর্ষ লড়াইয়ে দিল্লি ক্যাপিটালস তুলে নিয়েছে বড় সংগ্রহ। আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে আগে ব্যাট করে ৮ উইকেটে ২০৩ রান তুলেছে তারা। জিততে হলে গুজরাটকে করতে হবে ২০৪ রান।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল দিল্লির ব্যাটাররা। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ৭৩ রান।

Advertisements

উদ্বোধনী ব্যাটাররা সবাই রেখেছেন অবদান—অভিষেক পোরেল করেন ৯ বলে ১৮, লোকেশ রাহুল ১৪ বলে ২৮, করুন নায়ার ১৮ বলে ৩১, আর ত্রিস্টান স্টাবস করেন ২১ বলে ৩১ রান। ১৫ ওভারে স্কোরবোর্ডে উঠে যায় ১৫০ রান।

শেষ ৫ ওভারে ৪ উইকেট হারালেও দিল্লি যোগ করে আরও ৫৩ রান। অক্ষর প্যাটেল ৩২ বলে করেন ৩৯, আর ইনিংসের শেষদিকে আশুতোষ শর্মা ঝড় তোলেন ১৯ বলে ৩৭ রান, যাতে ছিল ২ চার ও ৩ ছক্কা।

গুজরাটের হয়ে প্রসিধ কৃষ্ণা সবচেয়ে সফল বোলার—৪ ওভারে ৪১ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।

You may also like