জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দলটি এখন সিলেটে। আগামীকাল রোববার সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। তার আগের দিন, আজ শনিবার সিলেটে সংবাদ সম্মেলনে হাজির হন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জানিয়েছেন দলের প্রস্তুতির অবস্থা এবং উইকেট নিয়ে নিজের প্রত্যাশার কথা।
শান্ত বলেন, “আমার মনে হয় প্রস্তুতি খুব ভালো হয়েছে। সুযোগ-সুবিধা অনুযায়ী উইকেটগুলো আগের চেয়ে ভালো ছিল। আমরা যেভাবে প্রস্তুতি নিতে চেয়েছি, মাঠে তার আয়োজন ছিল যথাযথ। এজন্য মাঠ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাতেই হবে। আশা করছি, ম্যাচেও এমন উইকেট পাব। আলহামদুলিল্লাহ, সবাই ভালোভাবে প্রস্তুতি নিতে পেরেছে।”
প্রতিটি ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার কথা আগে থেকেই বলে আসছেন শান্ত। তবে এই সিরিজে কিছু নতুন কিছু করার ইঙ্গিও দিয়েছেন তিনি, “অধিনায়ক হিসেবে আমি সবসময় জয়ের জন্য খেলি। এখানে কেউই শুধু নিজের জন্য খেলতে চায় না। আমি আগেও বলেছি, আমরা কিছু নতুন চেষ্টা করব—যার শুরুটা হবে কাল থেকেই। খেলোয়াড়রাও সে মানসিকতা নিয়ে প্রস্তুতি নিচ্ছে।”
তবে টেস্ট সংস্কৃতিতে নিজেদের অবস্থান নিয়ে কিছুটা আক্ষেপের সুরে বলেন শান্ত, “এত বছর টেস্ট খেলার পরও যখন আমাদের টেস্ট কালচার নিয়ে কথা বলতে হয়, সেটা অবশ্যই দুঃখজনক। তবে গত বছর থেকে যদি শুরু করি, দেখা যাবে আমরা চারটি টেস্ট জিতেছি—সবই বড় দলের বিপক্ষে। টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২টি ম্যাচের মধ্যে ওই চার জয়ই আমাদের প্রমাণ করে আমরা উন্নতি করছি।”
সিরিজের শুরু থেকেই ইতিবাচকভাবে কিছু পরিবর্তন আনতে চায় বাংলাদেশ, আর শান্তর ভাষায় সেটাই এখন মূল লক্ষ্য।