ব্রাজিল দায়িত্ব নিয়ে মুখ খুলল ক্লপের এজেন্ট

স্পোর্টস ডেস্ক

লিভারপুল ছাড়ার পর এখনও কোচিংয়ে ফেরেননি ইয়ুর্গেন ক্লপ। বর্তমানে তিনি রেড বুলের গ্লোবাল ফুটবল ডিরেক্টরের দায়িত্বে আছেন। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছিল এই ভূমিকায় নিজেকে ঠিক মানিয়ে নিতে পারছেন না ক্লপ। রিয়াল মাদ্রিদ কিংবা ব্রাজিল জাতীয় দলের কোচ হয়ে আবার মাঠে ফিরতে চান—এমন খবরও ছড়িয়ে পড়ে।

তবে এসব গুঞ্জনের সরাসরি জবাব দিয়েছেন ক্লপের এজেন্ট মার্ক কোসি। জার্মান গণমাধ্যম স্কাইয়ের সঙ্গে আলাপে তিনি স্পষ্ট করে বলেন, “আমি বুঝতে পারছি ইউরোপের অনেক বড় ক্লাব এবং কিছু জাতীয় দল ক্লপকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে। কিন্তু আগামী মৌসুমে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার কোনো পরিকল্পনা নেই তার—রিয়াল মাদ্রিদ কিংবা ব্রাজিল জাতীয় দলেরও না।”

তিনি আরও যোগ করেন, ‘রেড বুলের গ্লোবাল ডিরেক্টরের ভূমিকায় ইয়ুর্গেন খুশি এবং সেখানে তার চুক্তি আছে, তাই আর কিছু বলার নেই।’

গত অক্টোবরে রেড বুলের সঙ্গে যুক্ত হলেও ক্লপ জানুয়ারি থেকে কাজে নামেন। এর মধ্যেই গুঞ্জন উঠেছিল ক্লপের কোচিংয়ে ফেরার সম্ভাবনা তৈরি হচ্ছে। ব্রাজিল কোচের পদ ফাঁকা হওয়া এবং রিয়াল মাদ্রিদে আনচেলত্তির ভবিষ্যৎ অনিশ্চয়তার কারণে সেই গুঞ্জন আরও তীব্র হয়ে ওঠে। তবে এজেন্টের মন্তব্যে আপাতত সেই আলোচনা থেমে গেল বলেই ধরে নেওয়া যায়।

ইউএ / টিডিএস

You may also like