দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজের প্রস্তুতি আগেই শুরু করে দিয়েছে স্বাগতিকরা। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে প্রথম টেস্টের প্রথম বল। ম্যাচের আগের দিন দুই দলের অধিনায়ক মিলে উন্মোচন করেছেন টেস্ট সিরিজের ট্রফি।
এক সময় বাংলাদেশ ও জিম্বাবুয়ের লড়াইয়ে থাকত উত্তেজনার ছোঁয়া। তবে সময়ের সঙ্গে সেই রোমাঞ্চ কিছুটা ফিকে হয়ে গেছে। এমনকি এই সিরিজের সম্প্রচারের দায়িত্ব নিতে আগ্রহ দেখায়নি কোনো বেসরকারি টিভি চ্যানেল। শেষ পর্যন্ত পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), যারা বিনামূল্যে সম্প্রচার করবে পুরো সিরিজ।
সিরিজের প্রতি আগ্রহ কমে যাওয়ায় কমিয়ে আনা হয়েছে টিকিটের দামও। মাত্র ৫০ টাকায় দেখা যাবে খেলা—শহীদ তুরাব স্ট্যান্ড, ইস্টার্ন গ্যালারির ৩ নম্বর গেট ও গ্রিন হিল এরিয়া থেকে। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ ৫০০ টাকা, ক্লাব হাউসের জন্য ২৫০ টাকা এবং ইস্টার্ন গ্যালারির ২ নম্বর গেটের টিকিট পাওয়া যাবে ১৫০ টাকায়।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)।