করাচির দাপুটে জয় কোয়েটার বিপক্ষে

স্পোর্টস ডেস্ক

ব্যাটিংবান্ধব করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ১৭৫ রান তোলে স্বাগতিক করাচি কিংস। জবাবে করাচির বোলারদের দুর্দান্ত নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে যায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১১৯ রানেই থেমে যায় তারা।

ফলে ৫৬ রানের বড় জয় পায় করাচি কিংস। এই জয়ে ৩ ম্যাচে ২ জয় নিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করে পিএসএলের পয়েন্ট টেবিলে উঠে এসেছে তিন নম্বরে। শীর্ষে রয়েছে ইসলামাবাদ ইউনাইটেড (৩ ম্যাচে ৩ জয়, ৬ পয়েন্ট)। সমান ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স।

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক করাচি কিংস। ইনিংসের শুরুতেই ঝড়ো সূচনা এনে দেন ডেভিড ওয়ার্নার ও টিম সেইফার্ট। উদ্বোধনী জুটিতে এই দুই ওপেনার যোগ করেন ৬০ রান। ১৫ বলে ২৭ রান করে ফিরেন সেইফার্ট আর অধিনায়ক ওয়ার্নার করেন ২০ বলে ৩১ রান।

তবে মূল ঝড় তোলেন জেমস ভিন্স। দারুণ ছন্দে থাকা এই ইংলিশ ব্যাটার খেলেন ৪৭ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস। ইনিংসে ছিল ৬টি চারের সঙ্গে একটি ছক্কা। শেষদিকে ইরফান খান (১৭) ও মোহাম্মদ নবি (১৮) কার্যকর ভূমিকা রাখলে নির্ধারিত ২০ ওভার শেষে করাচি কিংসের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৭৫ রান।

১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপের মুখে পড়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। করাচির বোলারদের বিপক্ষে কোনোভাবেই জয়ের পথে ফিরতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে থামে ১১৯ রানে। কোয়েটার পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন সউদ শাকিল। ৩০ রান করেন অভিজ্ঞ মোহাম্মদ আমির। কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে ১২ রান। বাকি কেউই পৌঁছাতে পারেননি দুই অঙ্কে।

করাচির জয়ের নায়ক ছিলেন পেসার হাসান আলি। ৩ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন তিনি। অফ স্পিনার মোহাম্মদ নবি ছিলেন দুর্দান্ত—৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে নেন ২টি উইকেট। আরও ২ উইকেট দখল করেন আব্বাস আফ্রিদি।

ইউএ / টিডিএস

You may also like