সৌদি প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে আরও এক ধাক্কা খেলো ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর।
শুক্রবার (১৮ এপ্রিল) রাতে আল কাদসিয়ার মাঠে গিয়ে ২-১ গোলে হেরে এসেছে তারা। এই হারের ফলে পয়েন্ট টেবিলে অবস্থানের পরিবর্তন না হলেও শীর্ষ দুই দলের সঙ্গে ব্যবধান বেড়েছে রোনালদোর দলের।
২৮ ম্যাচ শেষে আল নাসরের পয়েন্ট এখন ৫৭ তারা রয়েছে তালিকার তৃতীয় স্থানে। ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল হিলাল আর শীর্ষে থাকা আল ইত্তিহাদের সংগ্রহ ৬৫ পয়েন্ট। ফলে শিরোপা লড়াইয়ে টিকে থাকার পথ এখন আরও কঠিন হয়ে পড়েছে আল নাসরের জন্য।
ম্যাচটিতে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামে আল নাসর। কোচ স্টেফানি পিওলি রোনালদো, জন ডুরান, ওতাভিও ও মার্সেলো বোজোভিকদের মাঠে নামালেও কেউই গোলের দেখা পাননি। শেষ দিকে সাদিও মানে একটি গোল করলেও তা দলকে হার থেকে বাঁচাতে পারেনি।
ম্যাচের ৩৫তম মিনিটে স্বাগতিক আল কাদসিয়াকে এগিয়ে দেন তুর্কি আল আম্মার। প্রায় পুরো ম্যাচজুড়েই পিছিয়ে থাকার পর ৮৪তম মিনিটে গোল করে সমতা ফেরান সাবেক লিভারপুল তারকা মানে।
তবে শেষ পর্যন্ত আল কাদসিয়া আরেকটি গোল করে জয় নিশ্চিত করে নেয়। আর শিরোপা লড়াই থেকে আরও পিছিয়ে পড়ে আল নাসর।
কিন্তু ৮৭ মিনিটে আবারও আল নাসরকে হতাশায় ডুবিয়ে দেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। তার করা গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়—জয় পায় আল কাদসিয়া, আর পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর দল।
ইউএ / টিডিএস