বিসিবি পরিচালকদের বিব্রত করে দুদকের অভিযান

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানকে অনেকে কলঙ্কজনক অধ্যায় হিসেবে দেখছেন। ক্রিকেট-সংশ্লিষ্ট মহলে আতঙ্কের চেয়ে বেশি দেখা দিয়েছে বিব্রতবোধ। এর ফলে দেশের ক্রিকেটের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ন হয়েছে, তেমনি বিদেশেও বিরূপ বার্তা গেছে বলে মনে করছেন বিসিবির কয়েকজন পরিচালক। তারা বলছেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছেন তারা, এবং স্বচ্ছতার মাধ্যমে ক্রিকেটের মর্যাদা পুনরুদ্ধারে কাজ শুরু হয়েছে।

দুদকের তদন্ত কমিটির কাছে যথাযথ নথিপত্র জমা দিয়ে বোর্ডের স্বচ্ছতা প্রমাণ করতে চান কর্মকর্তারা। এ প্রক্রিয়ায় বিসিবি সভাপতি নাজমুল হাসান ফারুককে (ফারুক আহমেদ নয়) সামনে থেকে নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন বোর্ড পরিচালকরা। তাঁরা জরুরি বোর্ড সভা ডাকার আহ্বান জানালেও গতকাল পর্যন্ত সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিসিবির ইতিহাসে প্রথমবার দুদকের হস্তক্ষেপকে অনেকেই নজিরবিহীন ঘটনা হিসেবে দেখছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বলেন, “কে বা কারা এমন পরিস্থিতি তৈরি করেছে জানি না, তবে যেসব বিষয় নিয়ে অনুসন্ধান হচ্ছে তা সঠিকভাবে বোঝা উচিত ছিল।” বিশেষ করে তৃতীয় বিভাগ বাছাই টুর্নামেন্টে পাঁচ লাখ টাকা ফি আদায়ের বিষয়টিকে স্বচ্ছ এবং খোলামেলা প্রক্রিয়া বলে দাবি করেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, “এই টুর্নামেন্টে অংশ নেওয়া ক্লাবগুলোর কি আর্থিক সক্ষমতা আছে পেশাদার দল গড়ার? বেশিরভাগই ক্লাব বিক্রির মাধ্যমে লাভের উদ্দেশ্য নিয়ে নামে।”

বিপিএলের টিকিট বিক্রি সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এবার টিকিটের দাম বেশি ছিল, কমপ্লিমেন্টরি টিকিট কম দেওয়া হয়েছে, তাই রাজস্ব বেশি এসেছে। অনিয়ম যদি হয়ে থাকে, তদন্ত হওয়া উচিত। কিন্তু যেসব কনসার্ট বা ইভেন্ট নিয়ে বড় অঙ্কের টাকা লেনদেনের কথা বলা হচ্ছে, তার হিসাব বোর্ডের কাছে আছে এবং অডিট ছাড়া কিছুই পাস হয় না।”

দুদক যাতে যথাযথ তদন্ত করতে পারে, সে লক্ষ্যে বিসিবি প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত করছে বলে জানান সভাপতি ফারুক। তবে অভিযোগ করার পেছনে বোর্ডেরই একজন প্রভাবশালী কর্মকর্তার হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বিশেষ করে অর্থ ও লজিস্টিকস কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহার নাম অভিযুক্তদের তালিকায় থাকাকে অনেকেই ব্যক্তিগত বিরোধ বলেই দেখছেন, যেহেতু তাঁর রাজনৈতিক পরিচিতি বিএনপি ঘরানার এবং বিসিবিতেও তিনি বিরোধী শিবিরের সমর্থন পান বলে গুঞ্জন রয়েছে।

You may also like