ভাগ্য নির্ধারণে মাঠে নামছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক

চলতি বছরের জানুয়ারিতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জিতলেই আইসিসির মেগা টুর্নামেন্টে জায়গা পেত নিগার সুলতানা জ্যোতির দল। কিন্তু সেই সুযোগ হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বেই নামতে হয় টাইগ্রেসদের।

বাছাইপর্বে শুরুটা দারুণই ছিল বাংলাদেশের। টানা তিন ম্যাচে থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে হারিয়ে নিজেদের ভালোভাবেই কক্ষপথে রেখেছিল জ্যোতিরা। তবে চতুর্থ ম্যাচে আবার সেই পুরনো শত্রু—ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ৪৬ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবীয়রা।

এবার সেই একই প্রতিপক্ষকে পেছনে ফেলে বিশ্বকাপে জায়গা করে নিতে লড়ছে বাংলাদেশ। আজ শনিবার (১৯ এপ্রিল) বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামছে টাইগ্রেসরা যেখানে প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

পাকিস্তান ইতোমধ্যেই চারটি ম্যাচ জিতে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। বাকি থাকা শেষ একটি টিকিটের জন্য আজকের ম্যাচটিই হয়ে উঠেছে বাংলাদেশের জন্য ভাগ্য নির্ধারণী। যদিও স্কটল্যান্ড গতকাল আয়ারল্যান্ডের কাছে হেরে ছিটকে পড়েছে এবং আগেই বিদায় নিয়েছে আইরিশরাও। ফলে টাইগ্রেসদের মূল প্রতিদ্বন্দ্বী এখন ওয়েস্ট ইন্ডিজ। আজকের ম্যাচে জয় পেলেই বড় মঞ্চে ফেরার স্বপ্ন পূরণ হবে বাংলাদেশের।

ফলে এখন বিশ্বকাপে জায়গা পাওয়ার মূল লড়াইটা হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। দিনের প্রথম ম্যাচে সকালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ আর বিকেল ৩টায় থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ।

ইউএ / টিডিএস

You may also like