ব্রাজিলিয়ান ক্লাব ছাঁটাই করলো আর্জেন্টাইন কোচকে

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টাইন কোচ রামন দিয়াজকে বরখাস্ত করেছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব করিন্থিয়ানস। ২০২৫ মৌসুমের শুরুতেই হতাশাজনক পারফরম্যান্সের জেরে সাও পাওলো ভিত্তিক ক্লাবটি এই সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে তারা।

চলতি ব্রাজিলিয়ান সিরিআ-তে করিন্থিয়ানস চার ম্যাচে মাত্র চার পয়েন্ট সংগ্রহ করেছে এবং লিগ টেবিলে তাদের অবস্থান এখন ১৪তম। এমন বাজে শুরুর কারণেই দায়িত্ব হারাতে হলো দিয়াজকে, যিনি মাত্র গত মার্চে দলকে পাওলিস্তা চ্যাম্পিয়নশিপ জেতান।

সবশেষ বুধবার ফ্লুমিনেন্সের কাছে ২-০ গোলে হারে করিন্থিয়ানস। এই পরাজয়ের পরপরই ক্লাব কর্তৃপক্ষ দিয়াজকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কোপা সুদামেরিকানায়ও দলের দুর্বল পারফরম্যান্স এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।

করিন্থিয়ানসের বিবৃতিতে বলা হয়েছে, ‘স্পোর্ট ক্লাব করিন্থিয়ানস পাওলিস্তা ঘোষণা করছে যে, রামন দিয়াজকে প্রধান কোচের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ক্লাব তার অবদানের জন্য কৃতজ্ঞ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে।’

৬৫ বছর বয়সী দিয়াজ ২০২৩ সালের জুলাইয়ে করিন্থিয়ানসের দায়িত্ব নেন। প্রথম মৌসুমেই অবনমন এড়াতে সফল হন এবং চলতি বছর দলকে এনে দেন পাওলিস্তার শিরোপা। তবে সিরিআ-তে টানা খারাপ ফলাফলের কারণে টিকলেন না কোচের চেয়ারে।

বর্তমানে করিন্থিয়ানসের অনূর্ধ্ব-২০ দলের কোচ অরলান্ডো রিবেইরো সাময়িকভাবে সিনিয়র দলের অনুশীলন পরিচালনা করবেন বলে জানানো হয়েছে। তবে স্থায়ী কোচ হিসেবে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

You may also like