বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার আসন্ন টেস্ট সিরিজ নিয়ে সম্প্রচার ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেটি অবশেষে কেটে গেছে। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হওয়া দুই ম্যাচের এই সিরিজটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। শুক্রবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রায়ত্ত এই সম্প্রচারমাধ্যম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যথারীতি সিরিজটির সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য আহ্বান জানালেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠান আগ্রহ দেখায়নি। ফলে বিসিবি শেষ পর্যন্ত বিটিভির মাধ্যমেই দেশজুড়ে খেলা দেখানোর সিদ্ধান্ত নেয়।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের হোম সিরিজগুলো সম্প্রচারের দায়িত্বে ছিল মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়াম। যার আওতায় টি স্পোর্টস ও গাজী টিভি সরাসরি খেলা সম্প্রচার করত। তবে ২০২৩ সালের অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের মধ্য দিয়ে সেই চুক্তির মেয়াদ শেষ হয়।
উল্লেখ্য, দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২০ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।