বিশ্বকাপে উঠেই চমকে দিল পাকিস্তান দল

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ঘরের মাঠে চলমান বাছাইপর্বে দারুণ ফর্মে থাকা দলটি টানা চার জয় তুলে নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে।

সবশেষ বৃহস্পতিবার থাইল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে দেয় পাকিস্তান। আগে ব্যাট করে ২০৫ রান তোলে তারা। ইনিংসের নায়ক সিদ্রা আমিন (৮০ রান) ও ফাতিমা সানা (৬২ রান)। জবাবে থাইল্যান্ড থেমে যায় মাত্র ১১৮ রানে। রামিন শামিম, ফাতিমা সানা ও নাশ্রা সাধু নেন সমান তিনটি করে উইকেট।

ছয় দলের এই বাছাইপর্বে পাকিস্তানের আগের তিন জয় ছিল স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ফলে বাছাইয়ের এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে খেলা নিশ্চিত হয় তাদের।

বিশ্বকাপে অংশ নেবে মোট ৮টি দল। এর মধ্যে স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা আগেই সরাসরি কোয়ালিফাই করে রেখেছে। বাকি দুই জায়গার একটি দখল করেছে পাকিস্তান। অন্যটি নিয়ে চলছে উত্তেজনাকর লড়াই।

বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড—এই তিন দলের মধ্যে থেকে কেউ একজন উঠবে বিশ্বকাপে। বাংলাদেশের সামনে সবচেয়ে পরিষ্কার সুযোগ—শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে হারাতে পারলেই নিশ্চিত হবে তাদের বিশ্বকাপ টিকিট।

তবে যদি বাংলাদেশ হেরে যায় আর ওয়েস্ট ইন্ডিজ বড় ব্যবধানে থাইল্যান্ডকে হারায়, তখন নেট রান রেটের হিসাবে পিছিয়ে যেতে পারে নিগার সুলতানার দল। স্কটল্যান্ড যদি আয়ারল্যান্ডকে হারায়, তারাও টিকে থাকবে দৌড়ে।

আজ মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। সেখান থেকেও নির্ধারিত হতে পারে বিশ্বকাপের শেষ টিকিটের সমীকরণ।

You may also like