পছন্দের ব্যাট ছাড়াই আইপিএলে মাঠে খেলোয়াড়রা

স্পোর্টস ডেস্ক

আইপিএলের কড়া নজরদারিতে এবার ব্যাটের মাপ নিয়েও শুরু হয়েছে আলোচনা। কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন, মুম্বই ইন্ডিয়ান্সের রামনদীপ সিং এবং দিল্লি ক্যাপিটালসের অনরিখ নরকিয়াদের ব্যাট আইপিএলের নিয়ম ভেঙেছে বলে ধরা পড়েছে। ব্যাটের প্রস্থ নির্ধারিত সীমা পেরিয়ে গিয়েছিল, যা আইপিএলের ‘ব্যাট গজ’ দিয়ে মাপার সময় ধরা পড়ে।

বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা ক্রিকেটাররা প্রায়ই একটু বেশি চওড়া ব্যাট ব্যবহার করেন। কারণ, এই ধরনের ব্যাটে বল দ্রুত গতিতে বাউন্ডারি পেরোয়, যা টি-টোয়েন্টির ব্যাটিং ঘড়ির কাঁটার মতো দ্রুত করার এক কার্যকর কৌশল। অনেক ব্যাট প্রস্তুতকারী কোম্পানিও এই চাহিদা মাথায় রেখে বাড়তি মোটা ব্যাট তৈরি করে ফেলে, যা নির্ধারিত নিয়মের বাইরে চলে যায়।

আইপিএলে এবার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মাঠেই আম্পায়ারদের সন্দেহ হলে ব্যাট মাপা হচ্ছে। সেখানেই ধরা পড়েছে নারিনদের ব্যাট অননুমোদিত। পাঞ্জাব কিংসের বিপক্ষে শেষ ম্যাচে নারিন যে ব্যাট হাতে মাঠে নামেন, তা আইপিএলের মাপ অনুযায়ী অবৈধ ছিল। ব্যাট ‘গজ’-এর ফ্রেমে সেই ব্যাট ফিট হচ্ছিল না। বাধ্য হয়ে তাকে পরিবর্তন করে বৈধ ব্যাট ব্যবহার করতে হয়।

এরপর কলকাতায় ফিরে ব্যাট সংশোধনের উদ্যোগ নেন নারিন। বৃহস্পতিবার দমদমের নাগের বাজারে এক পরিচিত ব্যাট মেরামতকারীর সঙ্গে যোগাযোগ করেন তিনি। ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওই ব্যাট মেরামতকারীর নাম অজিত কুমার শর্মা। তিনি নারিনের পাশাপাশি রামনদীপ সিং এবং অনরিখ নরকিয়ার ব্যাটের প্রস্থও কমাচ্ছেন।

শুধু তাই নয়, খবরে আরও জানা গেছে, কেকেআরের হয়ে গত মৌসুমে খেলা ইংলিশ ব্যাটার ফিল সল্টও তার ব্যাট ঠিক করার জন্য অজিত কুমার শর্মার দ্বারস্থ হয়েছেন।

You may also like