পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে প্রায় ২০ দিন ধরে কোচহীন। এখনও পর্যন্ত নতুন প্রধান কোচ কে হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দেশটির ফুটবল ফেডারেশন। তবে সম্ভাব্য তালিকায় দুইটি নাম প্রায় নিশ্চিতভাবে আলোচনায়—জর্জ জেসুস এবং কার্লো আনচেলত্তি। এই দোলাচলের মধ্যেই নতুন করে আলোচনায় উঠে এসেছেন লিভারপুলের সাবেক কিংবদন্তি কোচ ইয়ুর্গেন ক্লপ।
ক্লপ আগে জানিয়েছিলেন, লিভারপুল ছাড়ার পর তিনি কিছু সময় বিশ্রামে থাকবেন এবং সহসা কোনো ক্লাব বা দলের দায়িত্ব নেবেন না। কিন্তু সেই অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত মিলেছে সম্প্রতি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ইউওএল’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, “যদি ব্রাজিল বা রিয়াল মাদ্রিদ থেকে কোচ হওয়ার প্রস্তাব আসে, তাহলে ক্লপ রেড বুলের দায়িত্ব ছেড়ে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন।”
তবে ফুটবল মাঠের বাইরের এই দায়িত্ব সেভাবে উপভোগ করছেন না বলে জানিয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যমটি। ‘ইউওএল’ বলছে, ‘যখন সিবিএফ (কনফেডারেশন অব ব্রাজিলিয়ান ফুটবল) জাতীয় দলের নতুন কোচের জন্য কার্লো আনচেলত্তি ও জর্জ জেসুসের মতো বড় নামের পেছনে ছুটছে, একই মুহূর্তে রেড বুলের গ্লোবাল ডিরেক্টর পদ ছাড়ার বিষয়ে ক্লপের আগ্রহ বাড়ছে। এখন সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজ দরিভাল জুনিয়রের রিপ্লেসমেন্ট হিসেবে কী ভাবছে? যেখানে ক্লপের কাছের মানুষরা সম্প্রতি জানিয়েছে– তিনি রেড বুল ছাড়তে পারেন, যদি তার যেকোনো একটি গন্তব্য মেলে : ব্রাজিল কিংবা রিয়াল মাদ্রিদ!’
আনচেলত্তির অনিশ্চয়তার মাঝেই ব্রাজিল বিকল্প হিসেবে নজর দিয়েছে আল-হিলালের কোচ জর্জ জেসুসের দিকে। তিনিও সময় চেয়েছেন সিদ্ধান্ত নেওয়ার জন্য। তবে আনচেলত্তির আশা ছাড়ছে না ব্রাজিল। এরই মধ্যে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ইয়ুর্গেন ক্লপ। সব মিলিয়ে সেলেসাওদের পরবর্তী কোচ কে হবেন—তা এখনও ধোঁয়াশাই থেকে যাচ্ছে। শেষ সিদ্ধান্ত হয়তো সময়ই বলে দেবে।
ইউএ / টিডিএস