প্রথম লেগে ৩-০ গোলে হারের পর ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ঘুরে দাঁড়ানোর আশায় বুক বেঁধেছিল রিয়াল মাদ্রিদ সমর্থকরা। বহুবার এই মাঠে দুঃসময় পেরিয়ে ফিরে এসেছে রিয়াল, ফিনিক্স পাখির মতো উড়েছে নতুন করে। কিন্তু এবার সে গল্প বদলে গেল। ফিরতি লেগেও আর্সেনালের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হলো স্প্যানিশ জায়ান্টদের। দুই লেগ মিলিয়ে বিধ্বস্ত রিয়াল প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের বাইরে রইল ২০২০ সালের পর।
এমন বিদায় রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের জন্য বড় এক ব্যর্থতা। আর সে ব্যর্থতার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে বাজে পারফরম্যান্সের পর তাকে নিয়ে জোরালো গুঞ্জন ছড়িয়েছে।
তবে এসব আলোচনায় ভীত নন আনচেলত্তি। ৬৫ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ জানালেন, নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি পরিষ্কার কিছু জানেন না। তবে যদি সত্যিই বিদায়ের সময় আসে তাহলে ক্লাবের প্রতি থাকবে কেবল কৃতজ্ঞতা।
আর্সেনালের কাছে দ্বিতীয় লেগে হারার পর রিয়াল কোচের কাছে সরাসরিই জানতে চাওয়া হয়েছিল, চ্যাম্পিয়ন্স লিগে এটিই তার শেষ ম্যাচ হতে পারে কি না। প্রতিউত্তরে জানালেন, ‘আমি জানি না এবং জানতে চাইও না। এই মুহূর্তে আসলে এসব নিয়ে কথা বলতে পারি না।’
আরও যোগ করেন, ‘এমনও হতে পারে, ক্লাব ভাবতে পারে পরিবর্তন আনার কথা। সেটা এই বছর হতে পারে বা আগামী বছর আমার চুক্তি শেষেও হতে পারে। কোনো সমস্যা নেই। যেদিন এখানে আমার পথচলার শেষ হবে, একটি ব্যাপারই করতে পারি, সেটা হলো ক্লাবকে ধন্যবাদ জানানো, সেই দিনটি কালকে হতে পারে, মাসখানেকের মধ্যে হতে পারে কিংবা এক বছরের মধ্যে।’ ক্লাবের প্রত্যাশা পূরণ না হলেও পদত্যাগ নিয়ে কিছু ভাবেননি বলে জানালেন আনচেলত্তি।
রিয়াল মাদ্রিদের সঙ্গে কার্লো আনচেলত্তির বর্তমান চুক্তি রয়েছে ২০২৬ সালের জুন পর্যন্ত। ক্লাবটির কোচ হিসেবে এটি তার দ্বিতীয় মেয়াদ। আর এই মেয়াদে রিয়ালকে সাফল্যের ধারায় ফিরিয়ে এনে নিজের কোচিং ক্যারিয়ারেও উজ্জ্বল পালক যোগ করেছেন তিনি।
আনচেলত্তির অধীনেই রিয়াল মাদ্রিদ জিতেছে একাধিক শিরোপা। ইতোমধ্যেই তিনি ক্লাবটির ইতিহাসে সর্বাধিক ট্রফিজয়ী কোচের স্বীকৃতি পেয়েছেন। তার কোচিংয়ে রিয়াল মাদ্রিদের ঘরে উঠেছে দুইটি লা লিগা, দুইটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, একটি কোপা দেল রে, দুইটি উয়েফা সুপার কাপ, দুইটি স্প্যানিশ সুপার কাপ, একটি ফিফা ক্লাব বিশ্বকাপ এবং একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ।
ইউএ / টিডিএস