১৬ বছর পর সেমিফাইনালে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

ক্লাব ফুটবলে একটা কথা বেশ পরিচিত—“বার্নাব্যুতে ৯০ মিনিট অনেক লম্বা সময়”। রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য সব প্রত্যাবর্তনের গল্প এই কথার পেছনে শক্ত ভিত্তি গড়ে দিয়েছে। তবে এবার সেই ‘বার্নাব্যু ম্যাজিক’ আর চলল না। ঘরের মাঠে আর্সেনালের কাছে ২-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয়েছে কার্লো আনচেলেত্তির রিয়ালকে। আর এই জয়ের মাধ্যমে ১৬ বছর পর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মিকেল আর্তেতার আর্সেনাল।

চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবার স্বপ্ন দেখেও থেমে গেল শেষ আটে। ইনজুরিতে জর্জরিত স্কোয়াড নিয়ে তারা শেষ পর্যন্ত লড়াই করে গেলেও ভাগ্য সহায় হয়নি। প্রথম লেগে ৩-০ গোলে হারা রিয়ালকে দ্বিতীয় লেগে জয়ের বিকল্প খুঁজতে হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ২-১ গোলে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে এমবাপে-ভিনিসিয়ুসদের।

ম্যাচের শুরুটা অবশ্য আশাব্যঞ্জকই ছিল রিয়ালের জন্য। ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে এমবাপে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর ম্যাচ জমে ওঠে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে। প্রথমার্ধে দুইবার পেনাল্টির বাঁশি, একটি পেনাল্টি মিস, একটি বাতিল, হলুদ কার্ড, অফসাইড এবং ভিএআর—সবকিছুই দেখা গেল শুধু গোল দেখা গেল না।

দ্বিতীয়ার্ধে এসে আর সুযোগ হাতছাড়া করেনি আর্সেনাল। ৬৫ মিনিটে বুকায়ো সাকার দারুণ গোলে এগিয়ে যায় গানার্সরা। মাত্র দুই মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়রের গোলে রিয়াল কিছুটা আশার আলো দেখলেও দুই লেগ মিলিয়ে তখনও তারা ৪-১ গোলে পিছিয়ে। শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেলির গোল রিয়ালের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের জয় নিয়ে আর্সেনাল জায়গা করে নেয় ইউরোপ সেরার শেষ চারেই।

১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পা রেখে নতুন করে সাহস পাচ্ছে মিকেল আর্তেতার দল। শেষ চারে প্রতিপক্ষ হিসেবে তাদের সামনে এবার ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।

ইউএ / টিডিএস

You may also like