তিন ম্যাচে তিন জয় নিয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বাংলাদেশ নারী দল। সমান পয়েন্ট হলেও শ্রেয়তর রান রেটের কারণে স্বাগতিক পাকিস্তানকে পেছনে ফেলে এক নম্বরে রয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উইন্ডিজকে হারাতে পারলেই প্রথম দল হিসেবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে বাংলাদেশ। লাহোরে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১০টায়।
ছয় দলের অংশগ্রহণে এই বাছাইপর্বে প্রতিটি দল খেলবে পাঁচটি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে। এখন পর্যন্ত থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচটি তাই মূল পর্বে ওঠার দারুণ এক সুযোগ হয়ে এসেছে জ্যোতিরাদের সামনে।
অন্যদিকে, উইন্ডিজ নারী দলের তিন ম্যাচে পয়েন্ট মাত্র ২। তারা হারিয়েছে কেবল আয়ারল্যান্ডকে, হেরেছে স্বাগতিক পাকিস্তান ও স্কটল্যান্ডের কাছে। আজকের ম্যাচে হারলে তাদের সামনে পথ আরও কঠিন হয়ে যাবে।
বাংলাদেশের জন্য আজকের জয় মানেই বিশ্বকাপ নিশ্চিত। হারলেও সুযোগ থাকবে তবে সেক্ষেত্রে শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে হবে কিংবা হারের ব্যবধান রাখতে হবে খুবই কম। তবে এইসব হিসাব-নিকাশে না গিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ চাইছে উইন্ডিজকে হারিয়ে আজই বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করতে।
ইউএ / টিডিএস