আবারও নিষেধাজ্ঞার মুখে অ্যাথলেট জহির রায়হান

স্পোর্টস ডেস্ক

ছয় মাসের জন্য জাতীয় ও আন্তর্জাতিক সব ধরনের প্রতিযোগিতা থেকে তাকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।

বুধবার (১৬ এপ্রিল) রাতে ফেডারেশনের পাঠানো বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার পরিবর্তে ‘অব্যাহতি’ শব্দ ব্যবহার করা হয়েছে। এতে বলা হয়, ‘অ্যাথলেট জহির রায়হানকে আপাতত ছয় মাসের জন্য জাতীয় প্রশিক্ষণ ক্যাম্প, জাতীয় ও আন্তর্জাতিক সকল অ্যাথলেটিকস প্রতিযোগিতা, তৎসংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।’

৪০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ডধারী জহির রায়হান কয়েক বছর ধরেই এই ইভেন্টে অপ্রতিদ্বন্দ্বী। তিনি গত বছর এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে রুপা জিতেছিলেন এবং সম্প্রতি চীনে অনুষ্ঠিত বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ২০২১ সালে অংশ নিয়েছিলেন টোকিও অলিম্পিকেও।

তবে এবার ফেডারেশনের সিদ্ধান্তের পেছনে রয়েছে বেশ কিছু অভিযোগ। গত মার্চে চীনে অনুষ্ঠিত বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপে হিটে বাদ পড়ার পর জহির গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া জাতীয় দলের ক্যাম্পে ঈদের পর যোগ না দিয়ে বিকেএসপিতে অবস্থান করার বিষয়েও তার বিরুদ্ধে আপত্তি ওঠে। ক্যাম্পে অনুপস্থিত থাকার কারণ জানতে শোকজ করলেও সেই চিঠির জবাব দেননি নৌবাহিনীর এই অ্যাথলেট।

সবমিলিয়ে এসব কারণেই জহির রায়হানকে আপাতত প্রতিযোগিতামূলক অ্যাথলেটিকস থেকে ছয় মাসের জন্য বিরত রাখা হচ্ছে।

ইউএ / টিডিএস

You may also like