বায়ার্নকে হারিয়ে সেমিতে ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক

হারিয়ে যায়নি ইতালিয়ান ফুটবলের অন্যতম শক্তিশালী ক্লাব ইন্টার মিলান। এক দশক আগেও যারা নিজেদের ছায়া হয়ে ছিল তারা এখন ইউরোপিয়ান মঞ্চে ফের জ্বলে উঠেছে। ২০২৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠার পর এবার আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো তারা—জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখকে বিদায় করে উঠেছে সেমিফাইনালে।

বুধবার (১৬ এপ্রিল) সান সিরোতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ২-২ গোলে ড্র করে ইন্টার মিলান। প্রথম লেগে ২-১ ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় শেষ চারে পৌঁছায় ইতালিয়ান জায়ান্টরা।

প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে উত্তেজনার ঘনঘটা। বিরতির ঠিক সাত মিনিট পর হ্যারি কেনের গোলে এগিয়ে যায় বায়ার্ন। তবে ছয় মিনিট পরই লাউতারো মার্তিনেজ গোল করে ইন্টারের সমতা ফেরান। এরপর কর্নার থেকে বেঞ্জামিন পাভার্দের হেডে বল জালে জড়ালে ফের ইন্টার এগিয়ে যায়।

ম্যাচের ৭৬তম মিনিটে বায়ার্নের হয়ে গোল করেন এরিক ডায়ার। শেষ দিকে বায়ার্ন চাপ তৈরি করলেও ইন্টারের গোলরক্ষক ইয়ান সমার থমাস মুলারের শট ঠেকিয়ে বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সান সিরোতে এই ড্র-এর ফলে প্রথমবার ইন্টারের মাঠে জিততে ব্যর্থ হলো বায়ার্ন এবং তাদের বিদায় নিশ্চিত হলো। অন্যদিকে ট্রেবল জয়ের লক্ষ্যে থাকা ইন্টার মিলান সেমিফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনার।

ইউএ / টিডিএস

You may also like