১১ তলা থেকে পড়ে ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক

চীনের একটি ভবনের ১১ তলা থেকে পড়ে গ্যাবন জাতীয় ফুটবল দলের তারকা স্ট্রাইকার অ্যারন বুপেন্জা মারা গেছেন।

গ্যাবন ফুটবল ফেডারেশন (ফেগাফুট) এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বুপেন্ডজা ছিলেন এক অসাধারণ স্ট্রাইকার, যিনি আফ্রিকা কাপ অব নেশনস (আফকন)-এ নিজস্ব প্রতিভার ছাপ রেখে গেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, গ্যাবোনিজ ফুটবল পরিবার ও ফেডারেশন তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

গ্যাবনের নির্বাচিত রাষ্ট্রপতি জেনারেল ব্রাইস ক্লোটায়ের অলিগুই এনগুয়েমাও বুপেন্দজার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, তিনি ছিলেন এমন একজন প্রতিভাবান সেন্টার-ফরোয়ার্ড যিনি গ্যাবনের ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে সম্মান এনে দিয়েছেন।

বুপেন্ডজা ২০২১ সালের আফ্রিকা কাপ অব ন্যাশনসে গ্যাবনের হয়ে খেলেছেন। গ্যাবনের জাতীয় দলের হয়ে মোট ৩৫টি ম্যাচে অংশ নিয়ে করেছেন ৮টি গোল।

চলতি বছরের জানুয়ারিতে রোমানিয়ার র‍্যাপিড বুখারেস্ট থেকে চীনের ক্লাব ঝেজিয়াং এসফিতে যোগ দেন তিনি।

ইউএ / টিডিএস

You may also like