নেইমারদের দায়িত্বে আগ্রহী নন আর্জেন্টাইন কোচ

স্পোর্টস ডেস্ক

নেইমার জুনিয়রের সাবেক ক্লাব সান্তোস এফসি হঠাৎ করেই কোচ পেদ্রো কাইসিনহাকে বরখাস্ত করেছে সাম্প্রতিক ব্যর্থতার দায়ে। নতুন করে ঘুরে দাঁড়াতে ক্লাবটি চোখ রেখেছিল তাদের পুরনো এবং আর্জেন্টিনার সাবেক কোচ হোর্হে সাম্পাওলির দিকে। কিন্তু সেই আশাতেই ছাই পড়েছে—সাম্পাওলি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি আপাতত সান্তোসের দায়িত্ব নিতে আগ্রহী নন।

ব্রাজিলের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র প্রতিবেদন অনুযায়ী, সান্তোসের ফুটবল প্রশাসনে এখন রাজনৈতিক টানাপড়েন ও অস্থিরতা বিরাজ করছে। সাম্পাওলি মনে করেন, এমন পরিবেশে কাজ করা কঠিন। শুধু তাই নয়, তার মতে বর্তমানে সান্তোসের দলে প্রতিযোগিতামূলক শক্তি নেই, ফলে এখন দায়িত্ব নিলে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়াও কঠিন হবে।

এছাড়াও, মৌসুমের মাঝপথে ক্লাবের দায়িত্ব নেওয়ার ফলে নতুন ফুটবলার আনায়ও সীমাবদ্ধতা তৈরি হয়। সাম্পাওলি এই মুহূর্তে ঝুঁকি নিতে প্রস্তুত নন। তাই দুই পক্ষের আলোচনার পরও চুক্তির কোনো সম্ভাবনা তৈরি হয়নি।

সান্তোসে আগের মেয়াদও শেষ হয়েছিল বিতর্কে। চুক্তির শর্ত ভাঙার অভিযোগে ক্লাবের বিরুদ্ধে মামলাও করেছিলেন সাম্পাওলি, যেখানে শেষ পর্যন্ত আদালতের রায় যায় তার পক্ষেই। এই অতীত টানাপড়েন এখনও অনেকের মনে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি ফরাসি ক্লাব রেঁসে’র সঙ্গেও মাত্র ১০ ম্যাচেই বিচ্ছেদ ঘটে সাম্পাওলির। সেখানে তার চাওয়া মতো দল গঠনের স্বাধীনতা না পাওয়ায় সম্পর্ক ভেঙে যায়।

সান্তোস প্রথমে প্রস্তাব দিয়েছিল ব্রাজিলের সাবেক কোচ তিতে এবং সদ্য বরখাস্ত হওয়া দরিভাল জুনিয়রকে। কিন্তু তারা কেউই রাজি হননি। বিশেষ করে দরিভাল সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলের বড় পরাজয়ের পর আপাতত বিশ্রামে থাকতে চাইছেন।

পরবর্তীতে ক্লাবটি চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার দিকেই তাকায়, যার ফলে সাম্পাওলিকে আবার বিবেচনায় আনা হয়। তবে সেই পথও এখন বন্ধ।

২০১৯ সালে সান্তোসে সাম্পাওলির কোচিংয়ে দারুণ এক মৌসুম কাটিয়েছিল দলটি। ব্রাজিলিয়ান লিগে তারা হয়েছিল রানার্সআপ। ৬৪ ম্যাচে ৩৪ জয়, ১৫ ড্র এবং ১৫ হার—এমন রেকর্ড রেখে ক্লাবটি নতুন এক ছন্দে উঠেছিল। তার আক্রমণাত্মক কৌশল ও কঠোর শৃঙ্খলার প্রশংসা করেছিলেন অনেকেই।

তবে এখন পরিস্থিতি অনেক ভিন্ন। ক্লাবের অভ্যন্তরীণ অস্থিরতা, স্কোয়াডের দুর্বলতা এবং অতীতের ক্ষোভ মিলিয়ে সাম্পাওলির পক্ষে ফেরার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না।

চাইলেই এই টুকরোগুলো দিয়ে আমি একটি নিউজ স্ক্রিপ্ট বা সোশ্যাল মিডিয়া পোস্টও তৈরি করে দিতে পারি—কী বলো?

You may also like