মাহমুদউল্লাহর হাতে মোহামেডানের নেতৃত্ব

স্পোর্টস ডেস্ক

এক মৌসুমে তিন অধিনায়ক—এ যেন দিশেহারা মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি মৌসুমে তামিম ইকবাল ও তাওহিদ হৃদয়ের পর এবার দলের নেতৃত্বে আসছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

আগামীকাল (বৃহস্পতিবার) শুরু হচ্ছে সুপার লিগ পর্ব। প্রথম দিনেই মাঠে নামবে মোহামেডান, প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ। এই ম্যাচ থেকেই নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ।

আসলে এই ম্যাচে অধিনায়কত্ব করার কথা ছিল হৃদয়ের। তবে আবাহনীর বিপক্ষে রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। ফলে সুপার লিগের প্রথম ম্যাচে খেলতে পারছেন না হৃদয়।

এর আগে অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। কিন্তু ২৪ মার্চ শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমে মাঠেই হঠাৎ হার্ট অ্যাটাকের শিকার হন এই ওপেনার। তারপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। ফলে একের পর এক পরিবর্তনে পড়ে দল, এবার অধিনায়কত্বের ভার গেল মাহমুদউল্লাহর কাঁধে।

দলের নেতৃত্বে এই ঘনঘন পরিবর্তন পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।

You may also like