আইপিএলে আরও এক লো-স্কোরিং ম্যাচের সাক্ষী হলো ক্রিকেটপ্রেমীরা। ইতিহাস গড়ে মাত্র ১১২ রানের লক্ষ্য টপকাতে না পেরে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। এটিই আইপিএলে সবচেয়ে কম স্কোর নিয়ে পাওয়া জয়, যা তুলে নিল পাঞ্জাব কিংস। কলকাতার এই হারের ফলে তারা আরও এক ধাপ পিছিয়ে গেল পয়েন্ট টেবিলে, যেখানে এক সময়কার শীর্ষ দলগুলো এখন ব্যাটে-বলে ছন্দহীন।
এদিকে এই জয়ের মাধ্যমে প্লে-অফের দৌড়ে ফের জোরালো ভাবে ফিরে এলো শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস। যদিও পয়েন্ট টেবলের শীর্ষ তিনে এই ম্যাচের প্রভাব পড়েনি, তবে টেবিল এখন বেশ জমজমাট—কারণ পাঁচটি দলেরই পয়েন্ট এখন ৮।
পয়েন্ট টেবিলের আপডেট (শেষ ম্যাচ শেষে):
১. গুজরাট টাইটান্স – ৬ ম্যাচে ৪ জয়, পয়েন্ট ৮, নেট রান রেট: +১.০৮১
২. দিল্লি ক্যাপিটালস – ৫ ম্যাচে ৪ জয়, পয়েন্ট ৮, নেট রান রেট: +০.৮৯৯
৩. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ৬ ম্যাচে ৪ জয়, পয়েন্ট ৮, নেট রান রেট: +০.৬৭২
৪. পাঞ্জাব কিংস – ৬ ম্যাচে ৪ জয়, পয়েন্ট ৮, নেট রান রেট: +০.১৭২
৫. লখনৌ সুপার জায়ান্টস – ৭ ম্যাচে ৪ জয়, পয়েন্ট ৮, নেট রান রেট: +০.০৮৬
৬. কলকাতা নাইট রাইডার্স – ৭ ম্যাচে ৩ জয়, পয়েন্ট ৬
৭. মুম্বাই ইন্ডিয়ান্স – ৬ ম্যাচে ২ জয়, পয়েন্ট ৪, নেট রান রেট: +০.১০৮
৮. রাজস্থান রয়্যালস – ৬ ম্যাচে ২ জয়, পয়েন্ট ৪, নেট রান রেট: -০.৮৩৮
৯. সানরাইজার্স হায়দরাবাদ – ৬ ম্যাচে ২ জয়, পয়েন্ট ৪, নেট রান রেট: -১.২৪৫
১০. চেন্নাই সুপার কিংস – ৭ ম্যাচে ২ জয়, পয়েন্ট ৪, নেট রান রেট: -১.২৭৬
পয়েন্টের ব্যবধান এতটাই কম, যে প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর তাই লিগের মাঝামাঝি এসে প্রতিটি জয় যেন প্লে-অফের টিকিটের জন্য স্বর্ণের চেয়েও দামী।