অধিনায়ক রোহিত শর্মাকে বিশেষ সম্মান জানাতে যাচ্ছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)।
মঙ্গলবার (১৫ এপ্রিল) এমসিএ’র বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভারতের এই সফল অধিনায়কের নামে ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি স্ট্যান্ড নামকরণ করা হবে।
শুধু রোহিতই নন আরও দুই কিংবদন্তির নামেও স্ট্যান্ডের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ভারতের প্রাক্তন অধিনায়ক অজিত ওয়াদেকার এবং এমসিএ’র সাবেক সভাপতি শারাদ পাওয়ারের নামেও দুটি স্ট্যান্ডের নাম রাখা হবে। এই তিন ক্রিকেট ব্যক্তিত্বকে সম্মান জানাতে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে ক্রিকেটপ্রেমীরা ইতিমধ্যেই সাধুবাদ জানাচ্ছেন।
এ সম্পর্কে এমসিএ’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ওয়ানখেড়ে স্টেডিয়ামে তিনটি স্ট্যান্ডের নামের অনুমোদন দেয়া এবারের এজিএমে অন্যতম গুরুত্বপূর্ণ একটি এজেন্ডা ছিল।’
ওয়াংখেড়ে স্টেডিয়ামের লেভেল ৩-এ থাকা দিভেচা প্যাভিলিয়নের নামকরণ করা হচ্ছে ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মার নামে। একই লেভেলে থাকা গ্র্যান্ড স্ট্যান্ডটি নাম দেওয়া হবে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) সাবেক সভাপতি শারাদ পাওয়ারের নামে।
এছাড়া লেভেল ৪-এ অবস্থিত একটি স্ট্যান্ডের নাম হবে ভারতের সাবেক অধিনায়ক অজিত ওয়াদেকারের নামে।
ইউএ / টিডিএস