চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বড় ব্যবধানে হারলেও আত্মবিশ্বাসে কোনো ঘাটতি দেখা যাচ্ছে না রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির। সামনে কঠিন প্রতিপক্ষ আর্সেনাল, তবে আনচেলত্তি জানিয়েছেন, তার দল মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে প্রস্তুত।
সান্তিয়াগো বের্নাবেউতে ফিরতি লেগে আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল। প্রথম লেগে ৩-০ গোলে হারার পর ম্যাচটি এখন তাদের জন্য বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে। যদিও ঘাটতি অনেক, আনচেলত্তি জানেন রিয়াল মাদ্রিদ বলেই এই ঘাটতি পূরণ সম্ভব।
এই ম্যাচে দলের সেরা তারকা ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের প্রতি বিশেষ নজর থাকবে। এবারের চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের সর্বোচ্চ গোলদাতা (৭ গোল) এমবাপ্পে, এবং আনচেলত্তি তাকে ঘুরে দাঁড়ানোর অন্যতম প্রধান ভরসা হিসেবে দেখছেন।
তবে চ্যালেঞ্জটা সহজ নয়, কারণ লা লিগায় আলাভেসের বিপক্ষে গত ম্যাচে লাল কার্ড পাওয়ার পর কিছুটা মানসিক চাপে ছিলেন এমবাপ্পে। সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। কিন্তু সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানিয়েছেন, এমবাপ্পে এই ধাক্কা কাটিয়ে উঠেছেন এবং দলের জন্য প্রস্তুত।
“যেটা ঘটেছিল, তাতে ও হতাশ হয়েছিল,” বললেন আনচেলত্তি। “কিন্তু এখন ও অনুপ্রাণিত, অনুশীলনে দারুণ করেছে। আমাদের তাকে দরকার। শুধু রক্ষণ নয়, গোল করতে হবে—আর এই মুহূর্তে ওর গোল সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের।”
আর্সেনালের বিপক্ষে ম্যাচ নিয়ে দারুণ গুরুত্ব আর মনোযোগ দিয়ে দলকে প্রস্তুত করছেন কোচ। তার মতে, একচুল ভুলের সুযোগ নেই।
“আমাদের প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা, আত্মবিশ্বাস এবং প্রাণশক্তি। ম্যাচটা কঠিন হবে, জানি। কিন্তু নিশ্চিতভাবে আমরা সবকিছু নিংড়ে দেব।”
জয়ের নিশ্চয়তা দিতে না পারলেও দল যে লড়বে শেষ পর্যন্ত—এ নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই আনচেলত্তির।
ইউএ / টিডিএস