সেমিতে পিএসজি, বিদায় অ্যাস্টন ভিলার

স্পোর্টস ডেস্ক

পিএসজির বিপক্ষে অ্যাস্টন ভিলার দুর্দান্ত জয় হলেও শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ইংলিশ ক্লাবটি।

পিএসজির বিপক্ষে ঘরের মাঠ ভিলা পার্কে ৩-২ গোলের জয় হলেও প্রথম লেগে পিএসজির পার্ক দে প্রিন্সেসে ৩-১ গোলের হার তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়।

অন্যদিকে হারের পরেও সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পিএসজি। টানা দ্বিতীয়বারের মতো তারা নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে অংশগ্রহণ। রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের মধ্যেকার ম্যাচের পরই পিএসজির সেমিফাইনালের প্রতিপক্ষ জানা যাবে।

ম্যাচের শুরুতে ১১ মিনিটে পিএসজির আশরাফ হাকিমির সহজ গোলের মাধ্যমে অ্যাগ্রিগেটে ৪-১ এগিয়ে যায় পিএসজি। পরে নুনো মেন্দেজের গোলের পর অ্যাগ্রিগেট স্কোর দাঁড়ায় ৫-১। তবে অ্যাস্টন ভিলা ৩৪ মিনিটে একটি গোল করে ম্যাচে ফিরে আসে ইউরি টিলেমেন্সের শট পিএসজি ডিফেন্ডারের গায়ে লেগে গোল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে জন ম্যাকগিনের দুর্দান্ত শটে ভিলার দ্বিতীয় গোল আসে এবং এরপর ৫৭ মিনিটে এজরি কনস্টার গোল করে অ্যাগ্রিগেট স্কোর ৫-৪ করে ফেলে। যদিও আরও আক্রমণ করে তারা গোল করতে ব্যর্থ হয় এবং পিএসজির গোলকিপার ডোনারুম্মা তাঁদের সব আক্রমণ রুখে দেয়।

শেষ পর্যন্ত যোগ করা সময়ে অ্যাস্টন ভিলার গোলের সুযোগ পেয়েও গোললাইন ব্লক হওয়ার কারণে সেমিফাইনালে যেতে পারেনি। তবে পিএসজি অ্যাগ্রিগেট ব্যবধান ধরে রেখে সেমিতে চলে যায় ইংল্যান্ড থেকে জয় নিয়ে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

ইউএ / টিডিএস

You may also like