এক ম্যাচের জন্য নিষিদ্ধ এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে লা লিগায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি এই শাস্তি জানিয়েছে। এটি তার আলাভেসের বিপক্ষে লাল কার্ড দেখার পরিপ্রেক্ষিতে হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) আলাভেসের বিপক্ষে ১-০ গোলে রিয়াল মাদ্রিদের জয়ের ম্যাচে এমবাপ্পে আন্তোনিও ব্লাঙ্কোকে মারাত্মক ট্যাকল করেন, যার ফলস্বরূপ রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান।

ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, এমবাপ্পের এই ফাউল খেলার অংশ হিসেবে গণ্য হয়েছে এবং এটি হিংসাত্মক আচরণ হিসেবে ধরা হয়নি। যদি এটি হিংসাত্মক আচরণ হিসেবে গণ্য করা হতো তবে শাস্তির মেয়াদ আরও দীর্ঘ হতে পারতো।

এ এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে এমবাপ্পে লা লিগার পরবর্তী ম্যাচ ২০ এপ্রিল অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে খেলতে পারবেন না। বর্তমানে রিয়াল মাদ্রিদ ৩১ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে এবং বার্সেলোনা শীর্ষে ৭০ পয়েন্ট নিয়ে অবস্থান করছে।

ইউএ / টিডিএস

You may also like