ধোনির ইনজুরির ভিডিও ঘিরে শঙ্কা

স্পোর্টস ডেস্ক

মাঠের পারফরম্যান্স ছাড়াও চেন্নাইয়ের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ইনজুরি সমস্যা। নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় আগেই ছিটকে গেছেন চোটের কারণে। তার জায়গায় নেতৃত্বে এসেছেন মহেন্দ্র সিং ধোনি। এবার তাকেও ঘিরে তৈরি হয়েছে নতুন করে উদ্বেগ।

সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা গেছে—টিম হোটেলে ধোনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। লখনৌর বিপক্ষে ম্যাচে জয়ের পরই ভিডিওটি সামনে আসে। ধোনির পুরোনো হাঁটুর চোট আগে থেকেই রয়েছে তবে তাকে আবারও হাঁটতে কষ্ট হতে দেখা যাওয়ায় ভক্তদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে—আবার চোট বাড়লো না তো?

এ বিষয়ে এখন পর্যন্ত চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ভিডিওতে স্পষ্ট দেখা গেছে, ডান পায়ে অস্বস্তি থাকায় খুঁড়িয়ে হাঁটছেন মহেন্দ্র সিং ধোনি। চারপাশে দর্শকদের উল্লাসধ্বনি থাকলেও তাতে খুব একটা ভ্রুক্ষেপ করতে দেখা যায়নি সাবেক ভারতীয় অধিনায়ককে।

মাঠে উইকেটের পেছনে গ্লাভস হাতে দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাটিং অর্ডারে ভরসার জায়গা হিসেবেও ধোনির ওপরই ভরসা করছে চেন্নাই সুপার কিংস। ব্যাটিংয়ে প্রয়োজনীয় ব্যাকআপের অভাব থাকায় দলের অনেক ম্যাচেই তাকে সামনে থেকেই হাল ধরতে হচ্ছে। দলের অভিজ্ঞতম সদস্য হিসেবে পুরো দলকে ঐক্যবদ্ধ রাখার বড় দায়িত্বও তার কাঁধেই বর্তেছে।

এই পরিস্থিতিতে ধোনিকে পরের ম্যাচে পাওয়া যাবে কি না সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে চেন্নাই সমর্থকদের জন্য স্বস্তির বিষয় হলো—আইপিএলে তাদের পরবর্তী ম্যাচ রয়েছে ২০ এপ্রিল। সেদিন প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে আরেক শক্তিশালী দল মুম্বাই ইন্ডিয়ান্স।

যদি চোট গুরুতর না হয় তাহলে সেই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে দেখা যেতে পারে মহেন্দ্র সিং ধোনিকে। তবে তার শারীরিক অবস্থা নিয়ে চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

ইউএ / টিডিএস

You may also like